আসাদুজ্জামান তালুকদার, নেত্রকোণা:
ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার সীমান্ত দিয়ে ২১ জনকে বাংলাদেশে পাঠিয়েছে ভারতীয় সীমন্তরক্ষী বাহিনী-বিএসএফ। এদের মধ্যে ১৯ জন তৃতীয় লিঙ্গ ও ২ জন পুরুষ রয়েছেন।
আটককৃতরা হলেন, ঢাকা, চট্রাগ্রাম, রাজবাড়ি,পটুয়াখালি, মৌলভীবাজার, জামালপুর, টাঙ্গাইল, ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকার বাসিন্দা।
বৃহস্পতিবার(১০ জুলাই) ভোর ৫ টার দিকে দুর্গাপুরের বিজয়পুর সীমান্ত দিয়ে তাদেরকে পুশইন করা হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন নেত্রকোণা ৩১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম কামরুজ্জামান।
এসময় তিনি আরো জানান, সীমান্তে টহলরত অবস্থায় বিজয়পুর বিওপির ১১৪৮/৪ এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরের আড়াপাড়া এলাকায় বিএসএফের পুশইন করা ২১ জনকে আটক করে বিজিবি।
আটককৃতদের পরিচয় সনাক্তের পর দুর্গাপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.