প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৮, ২০২৫, ৯:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ২:২৭ অপরাহ্ণ
দু’দফায় ১৬ বাংলাদেশীকে পুশইন করে বিএসএফ

তিমির বনিক:
মৌলভীবাজারের বড়লেখার কুমারশাইল ও নিউ পাল্লাথল সীমান্ত দিয়ে শুক্রবার ২৫শে জুলাই ও শনিবার ২৬শে জুলাই দু’ফায় ১৬ বাংলাদেশিকে পুশইন করেছে বিএসএফ।
শনিবার ২৬শে জুলাই ভোরে ১১ জনকে আটক করে ক্যাম্পে নিয়ে যাচাই বাছাই কার্যক্রম চালাচ্ছে বলে জানিয়েছে বিজিবি। এর আগে ৫ জনকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে।
জানা গেছে, উপজেলার কুমারশাইল সীমান্ত থেকে পুশইন করা ৫ বাংলাদেশিকে শুক্রবার সকালে আটক করে বিজিবি লাতু বিওপির সদস্যরা। তারা হলেন- মুন্সীগঞ্জ জেলার টংগীবাড়ী উপজেলার কামার খাড়া গ্রামের মতিউর রহমানের ছেলে মো: মোরছালিন (২৫), কুলাউড়া উপজেলার শিকাড়িয়া গ্রামের রইছ আলীর ছেলে মো: সুমন আহমদ (২০), মরইছড়া গ্রামের নানু মিয়ার ছেলে মো: মন্টাই মিয়া (১৯), নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ডেমরা গ্রামের ফিরোজ আহমদের মেয়ে রিতু আহমেদ (৩৬) এবং রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার গোগ্রামের মোখলেছুর রহমানের ছেলে মো: রুহুল আমিন (২২)।
অন্যদিকে শনিবার ভোরে নিউ পাল্লাথল সীমান্ত দিয়ে ১১ বাংলাদেশিকে পুশইন করেছে বিএসএফ। বাংলাদেশের সীমানায় প্রবেশ করে সন্দেহজনক অবস্থানের কারণে বিজিবি'র সদস্যরা তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যায়।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, শুক্রবার ২৫শে জুলাই আটক ৫ জনের দেওয়া তথ্য অনুযায়ী পরিচয় নিশ্চিত হওয়ায় পর তাদের বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে। শনিবার ২৬শে জুলাই আটক ১১ জনের তথ্য যাচাই-বাছাই শেষে বড়লেখা থানায় হস্তান্তর করা হয়। শনাক্তের পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বড়লেখা থানার ওসি মাহবুবুর রহমান মোল্লা জানান, বিজিবি ২৫ জুলাই ৫ জন ও ২৬ জুলাই ১১ জনতে জিডি মূলে থানায় সোপর্দ করেন। পরে তাদেরকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.