প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১, ২০২৫, ১১:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৮, ২০২৫, ৩:১৫ অপরাহ্ণ
মৌলভীবাজারে সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশ ১০ রোহিঙ্গা আটক

তিমির বনিক:
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার লাতু সীমান্ত দিয়ে ১০ জন রোহিঙ্গাকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
সোমবার (২৮শে জুলাই) ভোরে বিয়ানীবাজার-৫২ ব্যাটালিয়ন বিজিবি'র আওতাধীন লাতু বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার করমপুর নামক স্থান থেকে তাদের আটক করে বিজিবি।
৫২ বিজিবি'র সূত্রে জানা গেছে, উপজেলার লাতু বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার করমপুর এলাকা দিয়ে ১০ জন মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে পাহাড়ি এলাকায় ঘুরাঘুরি করাকালীন বিজিবি'র টহল দল তাদেরকে আটক করে। আটকদের মধ্যে পুরুষ ১ জন, মহিলা ৩ জন, শিশু ৬ জন। আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, আনুমানিক ৫ বছর পূর্বে কাজের উদ্দেশ্যে সাতক্ষীরা জেলার সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে গমন করেছিলেন। তারা সবাই কক্সবাজার জেলার শরনার্থী ক্যাম্পের রোহিঙ্গা নাগরিক।
বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন, বিজিবি'র চোখ ফাঁকি দিয়ে ঝুঁকিপূর্ণ সীমান্ত দিয়ে অবৈধ বাংলাদেশিদের পুশইন অব্যাহত রেখেছে বিএসএফ। সোমবার ভোরে লাতু সীমান্তে বিওপির টহল দল ১০ জন রোহিঙ্গাকে আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে আটককৃত সবাই রোহিঙ্গা নাগরিক। রোহিঙ্গা নিশ্চিত করনের জন্য বিভিন্ন শরনার্থী ক্যাম্পের সাথে আমাদের যোগাযোগ ও তার পাশাপাশি এনআইডি যাছাই-বাছাই প্রক্রিয়া শেষ করে শনাক্ত হওয়ার পর তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব রহমান মোল্লা জানান, অবৈধপথে ভারত থেকে আসা আটক ১০ জনকে থানায় হস্তান্তর করেছে বিজিবি। যাছাই-বাছাই প্রক্রিয়া শেষ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.