প্রিন্ট এর তারিখঃ জুলাই ৩১, ২০২৫, ৬:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৯, ২০২৫, ৭:১২ অপরাহ্ণ
টরন্টোতে বিশ্ব কবিমঞ্চ এর আড্ডা, কথা ও গান অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক:
কানাডার টরন্টোতে ছায়ানট এর শিক্ষার্থী, রবীন্দ্রসঙ্গীত শিল্পী, বাংলাদেশ বিমানের পাইলট (ক্যাপ্টেন) শোয়েব চৌধুরীকে ঘিরে বিশ্ব কবিমঞ্চ এর উদ্যোগে আড্ডা, কথা ও গান পরিবেশন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় টরন্টো ফিল্ম ফোরাম মিলনায়তনে বিশ্ব কবিমঞ্চ টরন্টো শাখা আয়োজিত আড্ডা, কথা ও গান পরিবেশন অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চিত্রকর ও লেখক সৈয়দ ইকবাল।
বিশ্ব কবিমঞ্চ টরন্টো শাখার সভাপতি সৈয়দা রোখসানা বেগম এবং সাধারণ সম্পাদক মাহমুদ কাউসার টিসা এর যৌথ পরিচালনায় এনআরবি টিভির কর্ণধার শহিদুল ইসলাম মিন্টু, শিল্পী এনামুল কবীর, নাহিদ কবীর কাকলী, শহীদ খন্দকার টুকু, শিখা রউফ, ফারজানা চৌধুরী বিন্দু, শারমীন শরীফ, নাট্যকার হাবীবুল্লাহ দুলাল, লেখক সাদী আহমেদ, জসিম মল্লিক, দেলওয়ার এলাহী, মেরী রাশেদীন সহ বিমান বাংলাদেশ এর এক্স এমপ্লয়ীরা এবং টরন্টোর বিভিন্ন শ্রেণীপেশার লোকজনের উপস্থিতিতে মনোজ্ঞ গান পরিবেশনা ও কথা-আড্ডায় অনুষ্ঠানটি প্রাণবন্ত ও উৎসবমুখর হয়ে ওঠে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.