লন্ডন প্রতিনিধি
ঐতিহ্যবাহী মদন মোহন কলেজ (সিলেট) এর ১৯৭৭/৭৮ ইংরেজি সেশনের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ও তৎকালীন জনপ্রিয় ছাত্রনেতা মারুফ আহমেদ-এর আগমন উপলক্ষে লন্ডনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ আগষ্ট) সন্ধ্যা ৬ টায় ব্রিকলেনে এক রেস্টুরেন্টে এই সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন লন্ডন টাওয়ার হ্যামলেটস বারার সাবেক ডেপুটি মেয়র ও কাউন্সিলর শহীদ আলী।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন কমিউনিটির সুপরিচিত ব্যক্তিত্ব জনাব মনির হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন মদন মোহন কলেজের প্রাক্তন ছাত্রনেতা মুজিবুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গয়াসুর রহমান, প্রিন্সিপাল ফখরুল উদ্দিন, ফখরুল ইসলাম মিঠাব, মোহাম্মদ আজিজ, মাহমুদ হোসেন চুনু, লাবিদ আহমদ, আব্দুল মালিক খোকন প্রমুখ।
অতিথি মাকছুদ আহমেদ তাঁর বক্তব্যে ছাত্র সংসদে দায়িত্ব পালনকালে শিক্ষা ও সাংগঠনিক কর্মকাণ্ডের পাশাপাশি কলেজ লাইব্রেরি ও মসজিদ নির্মাণের উদ্যোগসহ নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা স্মরণ করেন। তিনি প্রবাসী ও প্রাক্তন শিক্ষার্থীদের কলেজের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।
সভা শেষে সবাই নৈশভোজে অংশ নেন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.