প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৪, ২০২৫, ৯:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৪, ২০২৫, ১০:৩০ পূর্বাহ্ণ
আজ ঢাকা আসছেন মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশী পণ্যের ওপর আরোপিত ২০ শতাংশ পাল্টা শুল্কের বিষয়ে আলোচনা করতে রোববার (১৪ সেপ্টেম্বর) ঢাকায় আসছে একটি উচ্চপর্যায়ের মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল।
তিন দিনের এই সফরে প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কার্যালয়ের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ। বাণিজ্য মন্ত্রণালয়ের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
এর আগে ইউএসটিআর-এর সঙ্গে আলোচনার ভিত্তিতে একটি প্রাথমিক খসড়া চুক্তি তৈরি হয়েছিল। ঢাকায় সফরের সময় উভয় পক্ষের মধ্যে এই খসড়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও দর কষাকষি হবে এবং এরপরই খসড়াটি চূড়ান্ত রূপ পাবে।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এর আগে জানিয়েছিলেন যে, ২০ শতাংশ পাল্টা শুল্ক কমিয়ে ১৫ শতাংশে নামিয়ে আনার বিষয়ে আলোচনায় অগ্রগতি হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন যে, ইউএসটিআর-এর সঙ্গে আলোচনার ভিত্তিতে তৈরি খসড়া চুক্তিতে উভয় পক্ষের সম্মতি পাওয়া গেলে তা সংশোধন করে চূড়ান্ত করা হবে।
তারা আশা করছেন যে, এই সফরের মাধ্যমে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও এক ধাপ এগিয়ে যাবে। এই খবরটি দেশ রূপান্তর অনলাইন থেকে নেওয়া হয়েছে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.