প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩, ২০২৫, ২:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৩০, ২০২৫, ১২:৪১ অপরাহ্ণ
মৌলভীবাজারে অবৈধ অনুপ্রবেশকারী ভারতীয় আটক

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের সীমান্তবর্তী কমলগঞ্জ উপজেলা থেকে ভারতীয় নাগরিক মাঘে উড়াংকে (৪১) অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকালে আটক করেছে বিজিবি।
আটকের পর মঙ্গলবার(৩০শে সেপ্টেম্বর) তাকে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি'র ৪৬ ব্যাটালিয়নের (শ্রীমঙ্গল) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এএসএম জাকারিয়া।
তিনি বলেন, সোমবার বিকালে ব্যাটালিয়নের দেবলছড়া বিওপির সদস্যরা আন্তর্জাতিক সীমারেখা অতিক্রমের অভিযোগে বটতলীপাড়া এলাকা থেকে মাঘে উড়াং কে আটক করেন।
তিনি আরও বলেন, আটকের পর তাকে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। সীমান্তবর্তী এলাকায় চোরাচালান, মাদকদ্রব্যে পন্য প্রবেশ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি'র এ অভিযান অব্যাহত চলমান।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.