আজ শুক্রবার, ১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

রয়টার্সের প্রতিবেদন; হাসিনার রায়কে ঘিরে বাংলাদেশে উত্তেজনা বাড়ছে

editor
প্রকাশিত নভেম্বর ১৪, ২০২৫, ০৩:২৩ অপরাহ্ণ
রয়টার্সের প্রতিবেদন; হাসিনার রায়কে ঘিরে বাংলাদেশে উত্তেজনা বাড়ছে

Sharing is caring!

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক:

 

Manual1 Ad Code

শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের একটি মামলার রায় আগামী (১৭ নভেম্বর) সোমবার ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। এ রায়কে কেন্দ্র করে বাংলাদেশে উত্তেজনা বাড়ছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে ঢাকার শাহজালাল বিমানবন্দরসংলগ্ন একটি এলাকায় দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও রাজধানীতে উদ্বেগ ছড়িয়েছে।

Manual8 Ad Code

এছাড়া, একই ইস্যুতে গত কয়েকদিন ধরে সেখানে রাজনৈতিক সহিংসতা চলছে।
জানা যায়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার (৭৮) বিরুদ্ধে ২০২৪ সালের মাঝামাঝি সময়ে ছাত্র বিক্ষোভে সহিংস দমন-পীড়নের অভিযোগে মামলা দায়ের হয়। বর্তমানে তার অনুপস্থিতেই চলছে মামলার বিচারকাজ। গত ৫ আগস্ট তিনি ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যাওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন।

এ রায় ঘোষণার আগেই সম্প্রতি ঢাকায় হামলার ঘটনা বেড়ে গেছে। শুধু ১২ নভেম্বরই ৩২টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া রাজধানীসহ বিভিন্ন জেলায় বেশ কয়েকটি বাসে অগ্নি সংযোগ করা হয়েছে। একইসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেওয়া হয়েছে।

এ ধরনের বিস্ফোরণ ও নাশকতার অভিযোগে পুলিশ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করেছে।

Manual1 Ad Code

কর্তৃপক্ষ জানিয়েছে, শহরজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজধানীজুড়ে ৪০০ এর অধিক বর্ডার গার্ড (বিজিবি) সদস্যকে মোতায়েন করা হয়েছে, চেকপোস্টগুলোতে তল্লাশি জোড়দার করা হয়েছে।

 

Manual4 Ad Code

Manual1 Ad Code
Manual7 Ad Code