আন্তর্জাতিক ডেস্ক:
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২৩তম ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামী ৪-৫ ডিসেম্বর ভারত সফর করবেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদন মতে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণেই পুতিনের এই রাষ্ট্রীয় সফর।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে, রাশিয়ান ফেডারেশনের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২৩তম ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য ৪-৫ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত ভারতে রাষ্ট্রীয় সফর করবেন।’
পুতিন তাঁর ভারত সফরকালে মোদির সঙ্গে আলোচনা করবেন বলে জানা গেছে। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবনে রুশ নেতাকে অভ্যর্থনা জানাবেন এবং তাঁর সম্মানে একটি ভোজসভারও আয়োজন করবেন।
নয়াদিল্লি বলছে, পুতিনের এই সফর ভারত ও রাশিয়ার নেতৃত্বের জন্য দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা, ‘বিশেষ ও সুবিধাপ্রাপ্ত কৌশলগত অংশীদারিত্ব’ জোরদার করার জন্য দৃষ্টিভঙ্গি নির্ধারণ এবং পারস্পরিক স্বার্থের আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়গুলোতে মতামত বিনিময়ের সুযোগ করে দেবে।
গেল আগস্ট মাসে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের মস্কো সফরের সময় রুশ প্রেসিডেন্টের ভারত সফরের ঘোষণা দেয়া হয়েছিল। তবে সেসময় সুনির্দিষ্ট কোনো তারিখ জানানো হয়নি।
এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে মোদী ও পুতিনের একটি দ্বিপাক্ষিক বৈঠক হবে। এর মাধ্যমে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, কৌশলগত সহযোগিতার বন্ধন আরও দৃঢ় হবে বলে আশাবাদী নয়াদিল্লি। এ ছাড়া, বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক সমস্যা নিয়েও দুই রাষ্ট্রনেতার মধ্যে কথা হতে পারে।
রাশিয়ার কাছ থেকে খনিজ তেল কেনার কারণে ভারতের পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে আমেরিকা। ফলে মার্কিন-ভারত বাণিজ্য ধাক্কা খেয়েছে। তবে আমেরিকার এই পদক্ষেপ সত্ত্বেও রাশিয়ার সঙ্গে বাণিজ্যনীতিতে পরিবর্তন করেনি নয়াদিল্লি। এর ফলে দুই দেশের ঘনিষ্ঠতা বেড়েছে। আমেরিকার বিরুদ্ধে ভারতের হয়ে সরব হয়েছে ক্রেমলিনও। এই পরিস্থিতিতে পুতিনের সফরকে বিশেষ গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.