অনলাইন ডেস্ক:
জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে চূড়ান্ত হয়ে গেলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২ গ্রুপের সবগুলো দল।
শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে যুক্তরাষ্ট্রের জন এফ.কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হয় বিশ্বকাপের ড্র অনুষ্ঠান। তিন স্বাগতিক দেশ কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রকে আগেই রাখা হয় তিনটি গ্রুপে।
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ব্রাজিল পড়েছে আলাদা গ্রুপে। তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে দুই দলই। আর্জেন্টিনা পড়েছে ‘জে’ গ্রুপে। তাদের সঙ্গে একই গ্রুপে আছে অস্ট্রিয়া, আলবেনিয়া ও জর্ডান। আর ব্রাজিল পড়েছে ‘সি’ গ্রুপে। তাদের গ্রুপে আছে মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড।
‘এ’ গ্রুপে মেক্সিকোর সঙ্গে আছে দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ কোরিয়া। একটা জায়গা খালি রাখা হয়েছে ইউরোপিয়ান প্লে-অফ থেকে ‘ডি’ গ্রুপের বিজয়ী দলের জন্য।
গ্রুপ ‘বি’তে আছে কানাডা, কাতার ও সুইজারল্যান্ড। এই গ্রুপেও একটা জায়গা খালি আছে ইউরোপিয়ান প্লে-অফ ‘এ’ গ্রুপের জয়ী দলের জন্য। ‘সি’ গ্রুপে এক মরক্কো বাদ দিলে বাকি দুটি দল- হাইতি ও স্কটল্যান্ড ব্রাজিলের জন্য তুলনামূলক সহজ প্রতিপক্ষই বলা যায়।
‘ডি’ গ্রুপে যুক্তরাষ্ট্রের সঙ্গে আছে প্যারাগুয়ে ও অস্ট্রেলিয়া। বাকি একটি দল আসবে ইউরোপিয়ান প্লে-অফ ‘সি’ গ্রুপ থেকে। জার্মানি পড়েছে তুলনামূলক সহজ গ্রুপে। তাদের গ্রুপে রয়েছে কুরাসাও, আইভরি কোস্ট ও ইকুয়েডর।
‘এফ’ গ্রুপে নেদারল্যান্ডসের সঙ্গে আছে জাপান ও তিউনিশিয়া। বাকি একটি দল চূড়ান্ত হবে ইউরোপিয়ান প্লে-অফ ‘বি’ জয়ী দল। ‘জি’ গ্রুপে রয়েছে বেলজিয়াম, মিশর, ইরান ও নিউজিল্যান্ড।
‘এইচ’ গ্রুপে খেলবে স্পেন, কেপ ভার্দে, সৌদি আরব ও উরুগুয়ে। আই গ্রুপে আছে ফ্রান্স, সেনেগাল ও নরওয়ে। বাকি একটি দল নিশ্চিত হবে ফিফা প্লে-অফ ২ জয়ী দল।
‘জে’ গ্রুপে আর্জেন্টিনার সঙ্গে আছে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। ‘কে’ গ্রুপে রয়েছে পর্তুগাল, উজবেকিস্তান, কলম্বিয়া ও ফিফা প্লে-অফ ১ জয়ী দল। ‘এল’ গ্রুপে ইংল্যান্ডের সঙ্গে আছে ক্রোয়েশিয়া, ঘানা ও পানামা।
গ্রুপ ‘এ’: মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া এবং ইউরোপিয়ান প্লে-অফ ‘ডি’ জয়ী দল।
গ্রুপ ‘বি’: কানাডা, কাতার, সুইজারল্যান্ড, ইউরোপিয়ান প্লে-অফ ‘এ’ জয়ী দল।
গ্রুপ ‘বি’: ব্রাজিল, মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড।
গ্রুপ ‘ডি’: যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া ও ইউরোপিয়ান প্লে-অফ ‘সি’ জয়ী দল।
গ্রুপ ই: জার্মানি, কুরাসাও, আইভরি কোস্ট ও ইকুয়েডর।
গ্রুপ ‘এফ’: নেদারল্যান্ডস, জাপান, তিউনিশিয়া এবং ইউরোপিয়ান প্লে-অফ ‘বি’ জয়ী দল।
গ্রুপ ‘জি’: বেলজিয়াম, মিশর, ইরান ও নিউজিল্যান্ড।
গ্রুপ ‘এইচ’: স্পেন, কেপ ভার্দে, সৌদি আরব ও উরুগুয়ে।
গ্রুপ ‘আই’: ফ্রান্স, সেনেগাল, নরওয়ে এবং ফিফা প্লে-অফ ২ জয়ী দল।
গ্রুপ ‘জে’: আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান।
গ্রুপ ‘কে’: পর্তুগাল, উজবেকিস্তান, কলম্বিয়া এবং ফিফা প্লে-অফ ১ জয়ী দল।
গ্রুপ ‘এল’: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা ও পানামা।
তথ্য সুএঃ সময় নিউজ
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.