প্রিন্ট এর তারিখঃ মে ৫, ২০২৫, ২:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৯, ২০২৫, ৩:১৮ অপরাহ্ণ
কার্ডিফে স্বাধীনতা দিবসের আলোচনা, ঈদ পুনর্মিলনী ও ফিলিস্তিনিদের হেফাজতের জন্য মোনাজাত অনুষ্ঠিত

কার্ডিফ থেকে,
বৃটেনের কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর উদ্যোগে লোকেল কমিউনিটির নানা শেণীপেশার বিশিষ্টজনদের উপস্থিতিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা, ঈদ পরবর্তী শুভেচ্ছা ও ঈদ পুনর্মিলনী এবং ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বর গণহত্যার প্রতিবাদ ও ফিলিস্তিনের নির্যাতিত মজলুম মুসলমানদের হেফাজত এর জন্য বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) স্থানীয় সময় বেলা ২টায় কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন সেন্টারে এসোসিয়েশন এর চেয়ারম্যান আব্দুল হান্নান শহীদুল্লাহ্ এর সভাপতিত্বে এবং অনারারি সেক্রেটারি মোহাম্মদ আসকর আলীর পরিচালনায় সভায় গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনার সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, গ্ৰেটার সিলেট কাউন্সিল ইউকের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আনোয়ার, কার্ডিফ জালালিয়া মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মুক্তাদির, কার্ডিফ শাহজালাল মসজিদের সাবেক ট্রাষ্টি প্রবীণ মুরব্বি আলহাজ্ব আব্দুল আহাদ চৌধুরী, সাবেক সভাপতি আলহাজ্ব আলী আকবর, হাফিজ খায়রুল আলম, ডিরেক্টর নজীর উদ্দীন, ডিরেক্টর মাহমুদ হোসেইন, আজমল আলী, ইসলাম উদ্দিন, রমজান আলী প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশ সহ সমগ্র বিশ্বব্যাপী ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা-বিদ্বেষ ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়।
ঈদ ধনী-গরিব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে বলে উল্লেখ করে বক্তারা বলেন, বিশ্ব হোক শান্তিময়; আসুন বিশ্বের সবচেয়ে নির্যাতীত ও মজলুম ফিলিস্তিনী মুসলমানদের জন্য প্রাণভরে দোয়া করি, চিরতরে যুদ্ধ বন্ধ হোক, বিশ্ব-বিবেক জাগ্রত হোক।
বক্তারা আরও বলেন, ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যা সকল মানবতা ও নৃশংসতার সীমা ছাড়িয়ে গেছে। এই বর্বরতার বিরুদ্ধে বিশ্বব্যাপী জিহাদ অনিবার্য হয়ে উঠেছে। কথিত মানবাধিকারের ধাপ্পাবাজ আমেরিকা আজ ইসরাইলের কাছে জিম্মি হয়ে পড়েছে। মার্কিন শাসকগোষ্ঠীর প্রত্যক্ষ সমর্থনে মধ্যপ্রাচ্যের ‘ক্যান্সারখ্যাত’ রাষ্ট্র ইসরাইল বছরের পর বছর ধরে নিরীহ ফিলিস্তিনিদের ওপর দখল ও গণহত্যা চালিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় নীরব দর্শকের ভূমিকায়, কারণ নিহতরা মুসলমান। মুসলমানদের মানবাধিকারের কোনো মূল্য নেই পশ্চিমা বিশ্বের এমন অবস্থান তাদের জন্য আত্মঘাতী হয়ে উঠবে।
পোগ্রামের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শাহজালাল মসজিদের সাবেক সহকারী ঈমাম ক্বারী শাহ মোহাম্মদ তসলিম আলী। দোয়া পরিচালনা করেন আনজুমানে আল-ইসলাহ ওয়েলস ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমেদ।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.