অনলাইন ডেস্ক:
সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ের বাদাম তলায় সোমবার (১৬ জুন) গণজমায়েত ডেকেছে সরকারি কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ। এসময় স্বরাষ্ট্র, সমাজকল্যাণ ও গৃহায়ন মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেবে সংগঠনটি।
বাংলাদেশ সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ নেতা বাদিউল কবির রবিবার (১৫ জুন) রাতে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গণজমায়েতের পর আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
উল্লেখ্য, ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে গত ২৪ মে থেকে আন্দোলন করছেন সচিবালয়ের কর্মচারীরা। চার ধরনের শৃঙ্খলা ভঙ্গের অপরাধের জন্য বিভাগীয় মামলা ছাড়াই শুধু কারণ দর্শানোর নোটিশ দিয়ে চাকরিচ্যুত করা যাবে, এমন বিধান রেখে গত ২২ মে উপদেষ্টা পরিষদের সভায় অধ্যাদেশের খসড়া অনুমোদন হয়। এরপর ২৫ মে অধ্যাদেশ জারি করা হয়। এরপর থেকে চলমান আন্দোলন স্থগিত করে ১০ দিনের জন্য ঈদের ছুটিতে যায় সরকারি কর্মচারীরা।
এদিকে ছুটি শেষে রবিবার (১৫ জুন) শুরুর দিনেই গণজমায়েতের ডাক দিয়েছেন কর্মকর্তা-কর্মচারী।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.