আজ বৃহস্পতিবার, ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

নিবন্ধন পেতে ১৪৪ দলের আবেদন, বাড়ছে প্রতীক সংখ্যা

editor
প্রকাশিত জুন ২৬, ২০২৫, ০২:১০ অপরাহ্ণ
নিবন্ধন পেতে ১৪৪ দলের আবেদন, বাড়ছে প্রতীক সংখ্যা

Oplus_16908288

Sharing is caring!

Manual3 Ad Code
সিনিয়র রিপোর্টারঃ
রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) ১৪৭টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে তিন দলের একাধিক আবেদন রয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।
বৃহস্পতিবার (২৬ জুন) আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
ইসি সচিব বলেন, রাজনৈতিক দল নিবন্ধনের জন্য ১৪৭টি আবেদন পাওয়া গেছে। তিন দলের একাধিক আবেদন থাকায় ১৪৪টি দল আবেদন করেছে।
 ২০ জন অফিসারকে দায়িত্ব দেয়া হয়েছে এসব আবেদনের প্রাথমিক পর্যালোচনার জন্য। এবার প্রতীকের সংখ্যা বাড়বে।
আখতার আহমেদ বলেন, ভোটার তালিকায় কারা যুক্ত হবেন, কোন সময় পর্যন্ত যুক্ত হবেন–তা নির্বাচন কমিশন যৌক্তিক বিবেচনায় নির্ধারণ করবে। আর এমন বিধান রেখে ভোটার তালিকা আইন সংশোধন করতে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
সীমানা নির্ধারণ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ৭৬টি আসনের সীমানা পুনর্নির্ধারণ চেয়ে আবেদন এসেছে। এসব নিয়ে পর্যালোচনা চলছে।
নির্বাচনের প্রস্তুতি চলছে জানিয়ে ইসি সচিব বলেন, নির্বাচনী প্রস্তুতি একটা চলমান প্রক্রিয়া। আগামী সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনী সামগ্রী কেনার প্রকিউরমেন্ট শেষ হবে।
Manual1 Ad Code
Manual8 Ad Code