প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৫, ২০২৫, ১০:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৪, ২০২৫, ১:৫৩ অপরাহ্ণ
উচ্চকক্ষে ৭৬ আসনের প্রস্তাব, সরাসরি ভোটে নির্বাচন

জাতীয় সংসদের উচ্চকক্ষ গঠন নিয়ে চলমান আলোচনায় নতুন প্রস্তাব দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।
সোমবার (১৪ জুলাই) সংলাপের ১৩তম দিনে কমিশনের পক্ষ থেকে বলা হয়, উচ্চকক্ষের আসনসংখ্যা হতে পারে ৭৬টি এবং এসব আসনের সদস্যরা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হবেন।
প্রস্তাবে বলা হয়, প্রতিটি জেলা ও সিটি করপোরেশন এলাকা একটি করে আঞ্চলিক নির্বাচনি এলাকা হিসেবে গণ্য হবে।
বর্তমানে দেশে ৬৪টি জেলা ও ১২টি সিটি করপোরেশন থাকায় মোট আসন হবে ৭৬টি। এসব আসনে সাধারণ ভোটারদের প্রত্যক্ষ ভোটে একজন করে প্রতিনিধি নির্বাচিত হবেন।
এছাড়া জানানো হয়, জাতীয় সংসদ (নিম্নকক্ষ) এবং প্রস্তাবিত উচ্চকক্ষের নির্বাচন একই সময়ে অনুষ্ঠিত হবে।
এর আগে সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবে উচ্চকক্ষের নাম নির্ধারণ করা হয় 'সিনেট' হিসেবে। সুপারিশে বলা হয়, ‘সংবিধান সংস্কার কমিশন সুপারিশ করে যে, বাংলাদেশে নিম্নকক্ষ (জাতীয় সংসদ) এবং উচ্চকক্ষের (সিনেট) সমন্বয়ে দ্বিকক্ষবিশিষ্ট একটি আইনসভা থাকবে।
উচ্চকক্ষ আইনি যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে এবং নির্বাহী ক্ষমতার ওপর একটি গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে’।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.