প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৫, ১০:২১ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৫, ২০২৫, ১২:৫২ অপরাহ্ণ
জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর: প্রকল্প ব্যয় ১১১ কোটি টাকা

২০২৪ সালের জুলাই মাসের গণ-অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ, শহীদদের শ্রদ্ধা জানানো এবং তৎকালীন আওয়ামী লীগ সরকারের দমন-পীড়নের চিত্র তুলে ধরতে সাবেক প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ‘গণভবন’কে রূপান্তর করা হচ্ছে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’।
মঙ্গলবার (১৫ জুলাই) সচিবালয়ে অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এ প্রকল্পের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
তিনি বৈঠক শেষে সাংবাদিকদের জানান, আগামী ৫ আগস্টের মধ্যেই জাদুঘরটি উদ্বোধনের লক্ষ্যে এর নির্মাণ ও সংস্কারকাজ শেষ করা হবে। এই কাজগুলো হবে সরাসরি ক্রয়পদ্ধতিতে (ডিরেক্ট প্রোকিওরমেন্ট), অর্থাৎ কোনো টেন্ডার ছাড়া।পুরো প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১১১ কোটি ১৯ লাখ ৮১ হাজার টাকা।
জানা গেছে, প্রকল্পের আওতায় দুটি ধরণের কাজ হবে: বৈদ্যুতিক ও যান্ত্রিক (ইএম) এবং পূর্ত কাজ। ইএম অংশে থাকবে বৈদ্যুতিক তার, সুইচসহ অন্যান্য যান্ত্রিক সরঞ্জাম। পূর্ত অংশে থাকবে ভবনের অবকাঠামোগত সংস্কারসহ অন্যান্য নির্মাণকাজ।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন গণপূর্ত বিভাগ জাদুঘরের ইএম কাজের দায়িত্ব দিচ্ছে ‘শুভ্রা ট্রেডার্স’কে। এ অংশে ব্যয় ধরা হয়েছে ৪০ কোটি ৮৩ লাখ টাকা। আর পূর্ত কাজের দায়িত্ব পেয়েছে ‘দি সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড’; এতে ব্যয় হবে ৭০ কোটি ৩৭ লাখ টাকা।
বৈঠকে আরও সিদ্ধান্ত হয়েছে, আওয়ামী লীগ সরকারের সময় ইনডিপেনডেন্ট পাওয়ার প্ল্যান্ট (আইপিপি) সংক্রান্ত চুক্তিগুলোর অসঙ্গতি থাকায় সেগুলো পর্যালোচনা করা হবে।
অর্থ উপদেষ্টা জানান, এসব চুক্তি হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আইনি সহায়তার মাধ্যমে পুনর্মূল্যায়ন করা হবে। একতরফাভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.