প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২, ২০২৫, ৪:২১ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩১, ২০২৫, ৬:৫৪ পূর্বাহ্ণ
উৎপাদনে ফিরেছে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট

বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ২৭৫ মেগাওয়াটের তৃতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।
বুধবার (৩০ জুলাই) সন্ধ্যা ৭টা থেকে এ কেন্দ্রের ২৭৫ মেগাওয়াট সম্পন্ন ৩য় ইউনিট থেকে ১৫০-১৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
বড়পুকুরিয়া কয়লাভিত্তিক ৫২৫ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো আবু বক্কর সিদ্দিক বলেন, সন্ধ্যার পর থেকে ৩য় ইউনিট উৎপাদনে ফিরেছে।
যান্ত্রিক ত্রুটির কারণে ২১ জুলাই ইউনিটটি বন্ধ হয়ে যায়। কেন্দ্রের ৩য় ইউনিট চালু হওয়ার ফলে এ অঞ্চলে লোড শেডিংয়ের মাত্রা অনেকটা কমে আসবে।
যান্ত্রিক ত্রুটি দেখা দিলে ২১ জুলাই ভোরে তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩নং ইউনিট ও বেলা ১টার দিকে কেন্দ্রের ১নং ইউনিটটির উৎপাদন বন্ধ হয়ে যায়।
পরে দিন ২২ জুলাই রাত পৌনে ১২টার দিকে ১২৫ মেগাওয়াট ১নং ইউনিটটি চালু হয়।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.