অনলাইন ডেস্ক:
কক্সবাজারসহ পার্শ্ববর্তী পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রাম শহরে হালকা ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ৫৭ মিনিটে এ কম্পন ঘটে। কক্সবাজার শহর, উখিয়া, টেকনাফ, চকরিয়া ও রামু এলাকায় স্থানীয়রা কয়েক সেকেন্ডের তীব্র কম্পন অনুভব করেন।
তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে হঠাৎ কম্পনের কারণে অনেকেই ঘর থেকে বের হয়ে আসেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
আন্তর্জাতিক ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা European-Mediterranean Seismological Centre (ইএমএসসি) তাদের সর্বশেষ আপডেটে জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.৯। এর উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের অভ্যন্তরে, ভূ-গর্ভের মাঝারি গভীরতায়। কক্সবাজার সীমান্তবর্তী হওয়ায় কম্পনটি বাংলাদেশেও স্পষ্টভাবে অনুভূত হয়েছে।
বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর ভূমিকম্পের ঘটনার বিষয়টি পর্যবেক্ষণ করছে। এখনো পর্যন্ত দেশীয়ভাবে কোনো ক্ষয়ক্ষতির রিপোর্ট পাওয়া যায়নি।
বিশেষজ্ঞদের মতে, মিয়ানমারের টেকনাফ-আর্কান ফল্ট লাইনে মাঝেমধ্যে এমন হালকা থেকে মাঝারি মাত্রার ভূমিকম্প হতে পারে, যা সীমান্তবর্তী এলাকাগুলোতে অনুভূত হয়।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.