প্রিন্ট এর তারিখঃ মে ১৮, ২০২৫, ৩:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৭, ২০২৫, ৮:৩৯ পূর্বাহ্ণ
গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

রাজধানীর বাড্ডার দক্ষিণ আনন্দ নগরের একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী ও তিন শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন।
শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ১১টার দিকে দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।
দগ্ধরা হলেন- তোফাজ্জল মিয়া (৪৫) তার স্ত্রী মঞ্জুরা বেগম (৩৫), তাদের মেয়ে তানিশা (৪), মিথিলা (৭) ও তানজিলা (১১)।
আহতদের প্রতিবেশী মো. শরীফ বলেন, ‘তোফাজ্জল মিয়া একটি সিমেন্ট কারখানায় শ্রমিকের কাজ করেন। রাতে রান্না করার সময় চুলায় দেয়াশলাই জ্বালানো মাত্রই ঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণ হয়।
এতে পরিবারের সবাই হয়। পরে বিষয়টি আমরা জানতে পেরে দ্রুত তাদের জাতীয় বার্ণ ইনস্টিটিউটে নিয়ে আসি।’
সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, ‘রাতে বাড্ডা এলাকা থেকে গ্যাস বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের পাঁচজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
তাদের প্রত্যেকের শ্বাসনালী পুড়ে গেছে। আহতদের গড়ে ৩০- ৮০ শতাংশ পুড়েছে। সবার অবস্থা আশঙ্কাজনক।’
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার মো. শাহজাহান জানান, আফতাবনগর এলাকায় একটি আগুনের সংবাদ পেয়ে দুটি ইউনিট রওনা হয়। তবে রাস্তাতেই আবার খবর আসে, আগুন নিভে গেছে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.