নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, ব্যবসায়ীদের পেছনে রাজনৈতিক ও প্রভাবশালী গোষ্ঠীর ছত্রছায়া রয়েছে। ফলে প্রশাসনের হস্তক্ষেপ না থাকায় দখলদাররা দিনে দিনে আরও বেপরোয়া হয়ে উঠছে।
স্থানীয়দের দাবি, অবিলম্বে এই অবৈধ ব্যবসায়ীদের উচ্ছেদ করে জায়গাটি শিশুদের জন্য উন্মুক্ত খেলার মাঠ হিসেবে পুনঃস্থাপন করতে হবে। পাশাপাশি গরুর হাটকে প্রয়োজনীয় পরিসরে সম্প্রাসারণ করে পূর্বের ঐতিহ্য ফিরিয়ে আনার দাবিও জানিয়ছেন তাঁরা।
এ বিষয়ে বিআইডব্লিউটিএ ঘোড়াশাল নদী বন্দরের উপ-পরিচালক মোহাম্মদ নূর হোসেন বলেন, “নদী দখলের বিষয়ে আমরা নিয়মিত মনিটরিং করছি। যারা নদীর সীমানা লঙ্ঘন করে বাণিজ্য করছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তনিমা আফ্রাদ বলেন, “অবৈধভাবে দখল ও ব্যবসার বিষয়টি আমাদের নজরে এসেছে। অতিসত্ত¡র অভিযান পরিচালনা করে ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, শীতলক্ষা নদী ও গরুর হাট কালীগঞ্জের ঐতিহ্যবাহী দুটি অংশ। অবৈধ দখলদারদের হাত থেকে এসব স্থানের পরিবেশ ও ব্যবহারযোগ্যতা রক্ষায় জরুরি পদক্ষেপ না নিলে তা ভবিষ্যতে আরো জটিল আকার ধারণ করতে পারে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.