প্রিন্ট এর তারিখঃ জুলাই ১, ২০২৫, ৪:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৩০, ২০২৫, ৭:৫২ অপরাহ্ণ
লোহাগাড়ায় জোরপূর্বক জমি দখলে রাখার অভিযোগ

ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম):
চট্টগ্রামের লোহাগাড়ায় দীর্ঘ ১৭ শতক খাস জমি অবৈধ দখল করে রাখার অভিযোগ উঠেছে। একাধিক মামলায় রায় পেয়েও প্রকৃত মালিককে জমির দখলে যেতে বাধা দিচ্ছে এমন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
সোমবার (৩০ জুন) বিকেলে উপজেলার একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবার।
এসময় লিখিত বক্তব্য রাখো মো. নসের আলী। তিনি বলেন, দীর্ঘ ১০ বছর ধরে আদালতে মামলা চলে। এরপর ২০১৭ সালে আমাদের পক্ষে রায় দেওয়ার পরও আওয়ামী ক্ষমতাবলে আমাদের দখলে যেতে দেয়নি তারা। এরপর দখলের জন্য গেলে আমাদের হুমকি দেওয়া হয়। এখন পর্যন্ত আমরা আইনি কৌশল গ্রহণ করে গেছি ও সর্বশেষ ৩২ বার আদালতে কাছে সময় প্রার্থনা করে কালক্ষেপন করে গেছে। এখন পর্যন্ত তারা কোন প্রকার দলিলাদি দেখাতে না পারায় আদালত আমাদের পক্ষে রায় দেন। কিন্তু এরপরও তারা বিভিন্ন অকৌশলে আমাদের জায়গায় যেতে বাধা প্রয়োগ করে যাচ্ছে।
তিনি আরো বলেন, ১৯৯৮ থেকে ১৯৯৯ পর্যন্ত ধাপে ধাপে ক্রয় করা সেই জমির খাজানা আমরা নিয়মিত দিয়ে আসছি। সর্বশেষ হাইকোর্ট থেকে আমাদের পক্ষে রায় পেয়ে এখন আমরা দখলে যেতে চাইলে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করে। যার ছবি ভিডিও ইতামধ্যে সামাজিক যোগাযোগ্য মাধ্যমে ভাইরাল হয়েছে। এমতাবস্থায় আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমাদের কষ্টার্জিত জমি সুন্দর ও সুষ্ঠু দখল চাই।
সংবাদ সম্মেলনে উপজেলার সকল ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.