প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৪, ২০২৫, ১২:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৯, ২০২৫, ৬:৩৯ অপরাহ্ণ
লোহাগাড়ায় মাদকাসক্ত পিতার বিক্রিত ৩ মাসের শিশু কন্যাকে উদ্ধার করলো পুলিশ, পিতা আটক

ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম):
চট্টগ্রামের লোহাগাড়ায় মাদকাসক্ত এক পিতা মাদক ক্রয়ের টাকা নির্বাহ করতে ৩ মাসের এক শিশু কন্যাকে টাকার বিনিময়ে বিক্রি করে। পিতা পেশায় একজন রিক্সা চালক। ঘটনার কয়েকদিন আগে শিশু কন্যাটির মাদকাসক্ত পিতা স্ত্রীকে জোরপূর্বক মারধর করে একটি স্টাম্পে দস্তখত নিয়ে শিশুটিকে বিক্রি করে ফেলে।
পরে থানায় দায়েরকৃত মা’র অভিযোগের পরিপ্রেক্ষিতে থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান’র নেতৃত্বে এসআই মাইনুদ্দীন সঙ্গীয় ফোর্সদের সাথে নিয়ে উপজেলার আধুনগর ইউনিয়নের ব্রিজ সংলগ্ন এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসেন। একই সাথে শিশুটির পিতাকেও আটক করেন। আটককৃত পিতার নাম মিরাজ হোসেন (২৫)। তার প্রকৃত বাড়ি বাঁশখালী উপজেলায়। এখানে স্থানীয় আকবর পাড়ার জনৈক ব্যক্তির পালক পুত্র হিসেবে বসবাস করছিল।
পারিবারিক বিষয়ে গরমিল সৃষ্টি হওয়ায় ওই পালক পিতার বাড়ি ত্যাগ করে সে স্ত্রী ও কন্যা সন্তান নিয়ে পার্শ্ববতর্ী জোনাবির পাড়ার এক ভাড়াটিয়ে বাসায় বসবাস করছিল। কন্যা শিশুটির মাতা আছমাউল হোছনা জানান, তার স্বামী পেশায় রিক্সাচালক এবং মাদকসেবী। সন্তান প্রসব না করার পূর্বে সে সন্তানটি প্রসবের পর বিক্রি করে দেবে বলে হুমকি দিয়ে অনেকবার দৈহিক নির্যাতন করেছিল।
ঘটনার ধারাবাহিকতায় প্রসবের পর ওই পাষন্ড পিতা তার ৩ মাসের কন্যা সন্তানটিকে বিক্রি করে দেয়। এরপর স্থানীয়দের সহায়তায় ও পরামর্শে তিনি স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলে তাৎক্ষণিকভাবে পুলিশ অভিযান চালিয়ে শিশুটি উল্লেখিত এলাকা থেকে উদ্ধার করে আমার কোলে ফিরিয়ে দেন এবং একই সময় পুলিশ মাদকসেবী পিতা মিরাজ হোসেনকে আটক করেন।
এ প্রসঙ্গে থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, অভিযুক্ত মাদকসেবী পিতা তার ৩ মাস বয়সী কন্যা শিশুটিকে অর্থের বিনিময়ে মছদিয়া এলাকার জনৈক ব্যক্তির কাছে বিক্রি করে দেয়। পরে কন্যা শিশুটির মাতার অভিযোগের পরিপ্রেক্ষিতে দ্রুত অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধারপূর্বক পাষন্ড পিতাকে আটক করে শিশুটিকে মা’র কোলে ফিরিয়ে দেয়া হয়েছে এবং আটককৃত পিতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.