প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৫, ২০২৫, ১০:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৫, ২০২৫, ১২:০০ অপরাহ্ণ
কুলাউড়ায় স্ত্রীর ওপর অভিমানে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা!

তিমির বনিক:
মৌলভীবাজারের কুলাউড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ত্রীর বিরুদ্ধে ভিডিও বার্তা দিয়ে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন আশিক মিয়া (৩২) নামক এক গাড়ি চালক।
বৃহস্পতিবার ১৪ই আগস্ট বিকালে আনুমানিক ৫ টায় আখাউড়া সিলেট রেল সেকশনের টিলাগাঁও রেলওয়ে স্টেশনের অদূরে রবিরবাজার লেভেল ক্রসিংয়ে এই ঘটনা ঘটে। আশিক মিয়া কুলাউড়া উপজেলার পৃথিপপাশা ইউনিয়নের রাজনগর গ্রামের মখলিছ মিয়ার ছেলে।
এদিকে ঘটনার সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে আশিক মিয়ার দেওয়া একটি ভিডিও বার্তা ভাইরাল হয়। এতে তিনি বলছিলেন স্ত্রীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে তিনি আত্মহত্যা করছেন।
কুলাউড়া থানা পুলিশের ওসি ওমর ফারুক জানান আমরাও শুনেছি। এই ঘটনা রেলওয়ে থানার আওতাধীন এলাকায় হওয়াতে তারা বিষয়টি দেখবে।
শ্রীমঙ্গল রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম তালুকদার বলেন, কুলাউড়া ও লংলা রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী রবির বাজারগামী সড়কের লেভেল ক্রসিংয়ে বিকাল আনুমানিক ৫ টায় এই ঘটনা ঘটে। আমরা খবর পাওয়ার পর লাশ উদ্ধার করতে এস আই ননী গোপাল ও এস আই দীপক দাসের নেতৃত্বে একদল পুলিশ পাঠিয়েছি এবং লাশ উদ্ধার করে আইনানুগ প্রক্রিয়া চলছে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.