প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৩, ২০২৫, ৬:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২, ২০২৫, ২:৩৭ অপরাহ্ণ
শ্রীমঙ্গলে অস্বাভাবিক; স্বাভাবিক স্বাস্থ্য সেবায় পরিনত হয়েছে!

তিমির বনিক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই আগস্টে ২০০তম গর্ভবতী মায়ের বাচ্চা স্বাভাবিক বাচ্চার ভূমিষ্ঠ হয়েছেন।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগস্ট মাসে ২০০তম নরমাল ডেলিভারির মাধ্যমে সম্পন্ন হয়েছে। আজ আনুষ্ঠানিক ভাবে এই ঘোষনা দিয়েছেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সিনথিয়া তাসমিন।
তিনি বলেন, সেবা গ্রহীতা ও তাদের পরিবার হাসপাতাল ও হাসপাতালের স্টাফদের প্রতি বিশ্বাস ও আস্থা রেখেছেন বলেই এমনটি সম্ভব হয়েছে। তিনি সকল সেবাগ্রহীতাদেন ধন্যবাদ জানিয়ে বলেন, নরমাল ডেলিভারি করাতে হলে সেবাগ্রহীতার পাশাপাশি তার সাথে আগত গার্জিয়ানদেরকেও ধৈর্য্য রাখতে হয়। হাসপাতালে প্রতিটি স্টাফ চেষ্টা করেন সবাইকে ভালো সেবা দেওয়ার। স্বল্প জনবল নিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি মান সম্পন্ন সেবা দেওয়ার। প্রতিনিয়ত পরিষ্কার পরিচ্ছন্নতা ও খাবারের মান বৃদ্ধি এবং প্রত্যহ মনিটরিং চলমান রয়েছে।
তিনি আরও বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যদি কোন দালাল আপনাদের চোঁখে পরে তবে অবশ্যই উপযুক্ত প্রমাণ সহ ধরিয়ে দিবেন। আমরা চাই শ্রীমঙ্গলের এই প্রতিষ্ঠান সারাদেশের মধ্যে আইডল হয়ে পরিচিতি লাভ করুক।
শ্রীমঙ্গল উপজেলাবাসীকে উদ্দেশ্য করে তিনি বলেন, নরমাল ডেলিভারি বাসায় নয়। হাসপাতালে পাঠান আমরা আপনাদের পাশে থেকে যথাসম্ভব সর্বোচ্চ সেবাটাই দেওয়ার চেষ্টা করবো। নরমাল ডেলিভারির জন্য সার্বক্ষণিক আমরা প্রস্তুত আছি।
উল্লেখ্য, গত ২৭শে আগস্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শ্রীমঙ্গলে একজন মায়ের নরমাল ডেলিভারির মাধ্যমে টুইন বেবীর জন্ম হয়েছে। মা এবং বাচ্চা উভয়ই ভালো আছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা সমস্যা ও নানান প্রতিকুলতার মধ্যেও প্রতিটি ডাক্তার, নার্স, মিডওয়াইফ, স্যাকমো, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, সিএইচসিপি, স্বাস্থ্য সহকারী, সবাই চেষ্টা করে যাচ্ছে আপনাদেরকে ভালো সেবা দেওয়ার জন্য এবং নরমাল ডেলিভারি বৃদ্ধি করার। নরমাল ডেলিভারির জন্য ২৪/৭ দক্ষ মিডওয়াইফ ও নার্সদের মাধ্যমে এই সেবা চালু আছে। ডাঃ সিনথিয়া তাসমিনের সঠিক দিক নির্দেশনায় হাসপাতালে বন্ধ হয়ে যাওয়া সিজার কার্যক্রমও পুন:রায় চালু হয়েছে। ডাঃ ফারজানা হক পর্ণা সপ্তাহে ১দিন সম্পুর্ণ বিনামূল্যে শুধু (বুধবার) সিজার কার্যক্রম পরিচালনা করেন।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসলাম উদ্দিন অনুভূতি প্রকাশ করে বলেন, এই আগস্ট মাসে ২০০তম নরমাল ডেলিভারির বা সন্তান ভূমিষ্ঠ হওয়ার বিষয়টি আমাদের জন্য আনন্দের।অসংখ্য ধন্যবাদ এ মহৎ কাজে জড়িত সকলকে। আমাদের বিজ্ঞ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার আন্তরিকতা ও বলিষ্ঠ নেতৃত্বে এই হাসপাতাল নরমাল ডেলিভারির অতিতের সকল রেকর্ড ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে সকল বাঁধা বিপত্তি উপক্ষে করে নতুন মাইলফলক অর্জন করবে বলে আমি বিশ্বাস করি।
হাসপাতালের সীমিত জনবল, নানাবিধ সমস্যার পরেও এই অর্জন যোগ্য ও সৎকর্ম ও নেতৃত্বের বহিঃপ্রকাশ। শুভ কামনা রইল নিরলসভাবে অক্লান্ত পরিশ্রম করে যারা কাজ করে যাচ্ছেন। বিশ্বাস করি এ প্রতিষ্ঠান একদিন চিকিৎসা সেবা গ্রহণের জন্য সব স্থরের মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে বলে আশাবাদী।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.