প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৮, ২০২৫, ৫:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৮, ২০২৫, ৪:৪৩ অপরাহ্ণ
ভোলার নিখোঁজ ১৮ জেলের সন্ধান মিলেনি ১৭ দিনেও

গাজী তাহের লিটন, ভোলা:
ভোলার লালমোহন উপজেলা থেকে সাগরে মাছ শিকারে গিয়ে ১৮ দিন ধরে হদিস নেই ১৩ জেলের।পরিবারগুলোতে চলছে কান্নার রোল। হয়েছে সড়ক অবরোধ।
গত ১০ নভেম্বর উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফারুক মাঝির মা-বাবার দোয়া নামে একটি ট্রলিং বোটে জেলেরা সাগরে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দেন। যাত্রার ৬ দিনের মধ্যে তাদের আবার তীরে ফেরার কথা থাকলেও ১৬ দিন অতিবাহিত হলেও তাদের খোঁজ পাচ্ছেন না স্বজনরা। এ বিষয়ে হয়েছে সড়ক অবরোধ হয়েছে লালমোহনে। প্রশাসন জেলেদের উদ্ধারে সর্বাত্মক প্রচেষ্টার আশ্বাস দিয়েছে।
নিখোঁজ জেলেরা হলেন লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের দলিল মাস্টার বাজার এলাকার মো. মাকসুদুর রহমান, মো. খোকন, মো. হেলাল, মো. শামিম, মো. সাব্বির, মো. সজিব, মো. জাহাঙ্গীর, মো. নাছির মাঝি এবং একই ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের বাতিরখাল এলাকার আব্দুল মালেক, মো. ফারুক, মো. মাকসুদ, মো. আলম মাঝি ও মো. ফারুক।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.