মোস্তফা মোহাম্মদ,
যতবার দেখি,
মনে হয় এর আগে দেখি নাই,
কখনো, কোনোদিন, কোনোখানে--
আমাদের পাড়াগাঁয়,
দুই চোখের ওপারে--সীমাহীন শূন্যতায়;
লীলাবতী কী মায়ায়,
অসীমের খেলা খেলে যাও তুমি,
জানে স্রোত আর সান্ত্রী ,
বাকিটা তুমিহীনা নিঃস্ব যামিনী--
হেলায় ফেলায় আকাশ ভেঙে বৃষ্টি নামাও;
আমার বুকের জমিন,
ডাকো যদি আসে--তুমি বাজাও বাঁশি,
আমিও আসি দিনের আলোর শেষ--
বাউরি বাতাস আর বাসন্তী কোকিল?
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.