মোস্তফা মোহাম্মদ:
দানীউল হক স্যার...........
সত্য যে কঠিন, কঠিনেরে ভালো বাসিলাম: এক হাতে তাঁর কম্পিউটার কোর্স, আর হাতে ভাষাবিজ্ঞান।
দুই বছর আগের এই দিনে অনন্ত-লোকযাত্রী হন আমার প্রিয়শিক্ষক অধ্যাপক মহাম্মদ দানীউল হক।
প্রখ্যাত ভাষাবিজ্ঞানী, প্রাথমিক যুগের কম্পিউটার বিশেষজ্ঞ, গল্পকার, প্রাবন্ধিক, স্থিরচিত্রগ্রাহক, ক্রীড়ামোদী, নিয়মনিষ্ঠ-হিতজ্ঞান সম্পন্ন ছাত্র গড়ার কারিগর এই মহান মানুষটি জীবদ্দশায় যেমন সুদর্শন ছিলেন, ওপারেও আল্লাহ তাঁর জন্য বেহেস্তের শ্রেষ্ঠ জায়গা করে দিন--আমিন।
আজ থেকে প্রায় চল্লিশ বছর আগে আমেরিকার হাওয়াই বিশ্ববিদ্যালয় থেকে ভাষাবিজ্ঞানে উচ্চতর ডিগ্রি নিয়ে ফেরার পথে সাথে করে নিয়ে এসেছিলেন কম্পিউটার বিষয়ক প্রাযুক্তিক জ্ঞান, ভবিষ্যতের স্বপ্ন ও সম্ভাবনার বীজমন্ত্র। দেশে ফিরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের স্নাতক পর্যায়ে তিনি কম্পিউটার কোর্স চালু করতে গিয়ে প্রচলিত কোর্সের ধারক-বাহকদের দ্বারা মানসিকভাবে বিপর্যস্ত হলেও পর্যুদস্ত হননি--আজকের বাংলাদেশ তথা বিশ্বের দিকে তাকালেই তার প্রমাণ পাওয়া যায়।
আপনিই টিকে আছেন দানীউল স্যার--ওপারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেইসব দিনগুলোর জন্য একটু করুণার দৃষ্টিতে তাকিয়ে দেখুন একবার।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.