মোস্তফা মোহাম্মদ,
ঘুমন্ত আমাকে জাগাও,
যেমনটি জাগিয়েছিলে যুদ্ধের সময়,
স্ফটিক হৃদ-পেয়ালার সবটুকু ঢেলে নাও;
রাতজাগা সাকি,
চাঁদেরও কলঙ্ক আছে তুমি মানো কী?
চুম্বনের অমরতার কথা জানো?
মুঠিভরা আর যতোকিছু চাও,
প্রার্থনা আমার একটা নিষিদ্ধ রাত্রি দাও!
বুকের আগুনে সেঁকা মুখশ্রী,
চারদিক শুধুই মাংসের গন্ধময়,
অন্ধকারের চেয়ে আজ আর কিছু নয়,
নিমজ্জন তারপর ঘুমিয়ে যাই রাত্রির বাসর;
ঘুম ভেঙে জেগে দেখি তুমি নাই,
কে ছিলো আমার পাশে সারারাত,
যুদ্ধযুদ্ধ খেলা--
আমার করতাপে ভরা সোনার পালঙ্ক না ছাই!?
উড়ে যাও রাতজাগা পাখি,
পৃথিবীতে ভালোবাসা ছাড়া কিছুই আসল নয়,
তুমি-আমি বেঁচে আছি মহত্তম সত্য,
তার চেয়ে বেশিবেশি কিছু আমার জানা নাই।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.