টাইমস নিউজ
আজ কবি নূরুল হকের জন্মদিন। ১৯৬০ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের ঐতিহ্যবাহী পরিকোট গ্রামে।
তিনি মরহুম লাতু মিয়া ও আম্বিয়া খাতুনের জ্যেষ্ঠ সন্তান।
কবি নূরুল হক আশির দশকের বিশিষ্ট কবিদের একজন, যাঁর কাব্যচর্চা বাংলাদেশি সাহিত্যের ভুবনে এক অনন্য সংযোজন। কবিতার পাশাপাশি তিনি প্রবন্ধ, অনুবাদ ও সাহিত্য গবেষণাতেও সমান দক্ষতার পরিচয় দিয়েছেন। এবারের অমর একুশে গ্রন্থমেলায় মিজান পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে তার নতুন কাব্যগ্রন্থ ‘মুকুলিত বৃক্ষের ছায়া’, যা ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা জুলাই বিপ্লবের প্রেক্ষাপটে রচিত। এটি ছাড়াও তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা বর্তমানে ত্রিশটিরও বেশি, যা বাংলা সাহিত্যের পাঠকদের জন্য এক বিশাল সাহিত্যভাণ্ডার।
বাংলাদেশের গণ্ডি পেরিয়ে কবি নূরুল হকের সাহিত্যিক কার্যক্রম আন্তর্জাতিক অঙ্গনেও সমাদৃত। তিনি ইউরোপের রোমানিয়ায় অবস্থিত মুনির মেইজিদ ফাউন্ডেশন-এর নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২০ সালে তার সম্পাদনায় প্রকাশিত ‘Odyssey International Anthology of World Poets-20’ বিশ্বসাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ সংকলন, যেখানে পৃথিবীর নামী-দামি কবিদের কবিতা স্থান পেয়েছে।
তার মৌলিক ইংরেজি কাব্যগ্রন্থসমূহ Amazon.com-এর মাধ্যমে সারা বিশ্বে পেপারব্যাক আকারে সহজলভ্য, যা তাকে বাংলা ভাষার গণ্ডির বাইরেও এক আন্তর্জাতিক কবি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এছাড়া, তিনি ঢাকায় প্রকাশিত অনিয়মিত সংকলন ‘বুড়িগঙ্গা’ ও ওডিসি গ্লোবাল এর সম্পাদক।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.