আজ বৃহস্পতিবার, ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

কেন হঠাৎ আগামীকাল ‘ঢাকা লকডাউন’ ঘোষণা আওয়ামী লীগের?

editor
প্রকাশিত নভেম্বর ১২, ২০২৫, ১০:৪৩ পূর্বাহ্ণ
কেন হঠাৎ আগামীকাল ‘ঢাকা লকডাউন’ ঘোষণা আওয়ামী লীগের?

Sharing is caring!

Manual7 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual7 Ad Code

আগামীকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঘোষণা করা হবে জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের রায় ঘোষণার তারিখ।

এ রায়কে ঘিরে রাজধানী ঢাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে আজ বুধবার (১২ নভেম্বর) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ, র‌্যাব এবং বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যে ঢাকায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

Manual3 Ad Code

হাইকোর্ট এলাকা, বাংলা একাডেমি, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়সহ গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় বিজিবি সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে। রাজধানীর প্রধান সড়কগুলোতেও সকাল থেকে টহল জোরদার করা হয়েছে।

এর মধ্যে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগ রায়কে কেন্দ্র করে ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে। এ কারণে নিরাপত্তা আরও কড়া করা হয়েছে।

Manual7 Ad Code

সম্প্রতি রাজধানী ও আশপাশের এলাকায় কয়েকটি বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় সতর্ক অবস্থানে আছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, ১৩ নভেম্বর নিয়ে উদ্বেগের কিছু নেই; তবে ওই দিন নিরাপত্তা সর্বোচ্চ পর্যায়ে থাকবে। নাশকতার আশঙ্কায় ইতোমধ্যে প্রায় একশ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।

ডিএমপি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে প্রধান বিচারপতির সরকারি বাসভবন, সুপ্রিম কোর্ট গেট ও আশপাশের এলাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, মানববন্ধন ও শোভাযাত্রা নিষিদ্ধ থাকবে।

Manual2 Ad Code

এ ছাড়া রায় ঘোষণার দিন ট্রাইব্যুনাল এলাকায় একাধিক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে, যাতে কোনো ধরনের অরাজক পরিস্থিতি সৃষ্টি না হয়।

 

তথ্য সুএঃ জনকণ্ঠ

Manual1 Ad Code
Manual7 Ad Code