প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৫, ৬:২০ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৩, ২০২৫, ৪:৩৯ অপরাহ্ণ
দেশে গণঅভ্যুত্থানের পরও চাঁদাবাজ থাকবে—আমরা আশা করিনি: নাহিদ ইসলাম
![]()
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘একটা গণঅভ্যুত্থানের পরে দেশে চাঁদাবাজ থাকবে, দখলদারিত্ব থাকবে—আমরা আশা করিনি। চাঁদাবাজরা এখনও নৃশংসভাবে মানুষ হত্যা করছে।’
রোববার (১৩ জুলাই) জুলাই পদযাত্রার ১৩তম দিনে পিরোজপুর শহীদ মিনারে পথসভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘গণঅভ্যুত্থনের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের পতন ঘটেছিল। সেই সরকার ১৬ বছর জোর করে ক্ষমতায় থেকে গুম, খুন, দুর্নীতি, লুটপাটসহ নানা অপকর্ম করেছে।’
নাহিদ ইসলাম অভিযোগ করেন, তিনবার দেশের মানুষ ভোট দিতে পারেনি। জুলুম-নির্যাতনের বিরুদ্ধে অতিষ্ঠ হয়েই জনগণ রাজপথে নেমেছিল।
এদিন সার্কিট হাউস থেকে শুরু হওয়া পদযাত্রাটি পিরোজপুর শহরের সিও অফিস, সদর হাসপাতাল, মহিলা কলেজ ও সাধনা ব্রিজ এলাকা প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ হয়।
পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.