প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৭, ২০২৫, ১১:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৬, ২০২৫, ১১:৩৭ পূর্বাহ্ণ
এনসিপির গাড়িবহরে ছাত্রলীগের হামলা, রণক্ষেত্র গোপালগঞ্জ

গোপালগঞ্জ থেকে মাদারীপুর ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
বুধবার (১৬ জুলাই) বিকেল ৩টার দিকে জুলাই পদযাত্রা শেষে ফেরার সময় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী অবস্থান নিয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
এর আগে দুপুরে গোপালগঞ্জ শহরের পৌরপার্কে আয়োজিত এনসিপির সমাবেশে যোগ দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ, ও উত্তরাঞ্চলের সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা। নেতাদের আগমনে ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানে মুখর হয়ে ওঠে সমাবেশস্থল।
দুপুর ১টা ৩৫ মিনিটে ছাত্রলীগের নেতাকর্মীরা মঞ্চে হামলা চালিয়ে সাউন্ড সিস্টেম ও চেয়ার ভাঙচুর করে এবং এনসিপির নেতাকর্মীদের ওপর চড়াও হয়।
এর আগে সকালে সদর উপজেলায় পুলিশের একটি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। একই সময় নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িতেও হামলা চালানো হয়।
দুপুর ১২টার দিকে কংশুর এলাকা থেকে নাশকতা ও পুলিশের ওপর হামলার অভিযোগে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাত নেতাকর্মীকে আটক করে সেনাবাহিনী।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.