প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৬, ২০২৫, ২:০২ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৩, ২০২৫, ৫:১০ অপরাহ্ণ
ইসিকে শর্ত পূরণের নথি দিল এনসিপিসহ ৪৩ দল

নতুন রাজনৈতিক দলের নিবন্ধন পেতে শর্তপূরণের সময় শেষ হয়েছে রোববার (৩ আগস্ট) বিকেল ৫টায়। নির্বাচন কমিশনের নির্ধারিত সময়ের মধ্যে ৪৩টি দল চূড়ান্তভাবে তাদের নথিপত্র জমা দিয়েছে।
এর আগে প্রথম ধাপে আরও ৩৭টি দল নথি জমা দিয়েছিল। দুই ধাপে মোট আবেদনদাতা দাঁড়িয়েছে ৮০-এ।
ইসি সূত্রে জানা গেছে, জুনের শেষ পর্যন্ত ১৪৫টি দল নিবন্ধনের জন্য ১৪৭টি আবেদন করেছিল। কিন্তু প্রাথমিক যাচাইয়ে কোনো দলই শর্ত পূরণে সক্ষম হয়নি। পরে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১৪৪টি দলকে ঘাটতি পূরণে ১৫ দিনের সময় দেওয়া হয়, যার মেয়াদ শেষ হয়েছে আজ।
নিবন্ধনের প্রধান শর্তগুলোর মধ্যে রয়েছে: একটি সক্রিয় কেন্দ্রীয় কমিটি, অন্তত এক-তৃতীয়াংশ জেলা ও ১০০টি উপজেলা কমিটি, প্রতিটি কমিটিতে কমপক্ষে ২০০ ভোটারের সমর্থন।
এছাড়া, আগের নির্বাচনে কোনো প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হলে বা পাঁচ শতাংশ বৈধ ভোট পেলে তা-ও নিবন্ধনের যোগ্যতা হিসেবে বিবেচিত হয়।
নথিপত্র জমা দেওয়ার পর ইসি দলগুলোর আবেদন যাচাই-বাছাই ও মাঠ তদন্ত করবে। এরপর দাবি-আপত্তির শুনানি শেষে চূড়ান্ত নিবন্ধন তালিকা প্রকাশ করবে।
নিবন্ধন না থাকলে কোনো দল নিজস্ব প্রতীকে নির্বাচনে অংশ নিতে পারে না।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.