প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৬, ২০২৫, ৩:০২ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৫, ২০২৫, ১১:৪৩ পূর্বাহ্ণ
সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় মানিক মিয়া এভিনিউতে ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠান চলছে

জুলাই শহীদদের স্মরণে আয়োজিত রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে শুরু হয়েছে দিনব্যাপী ‘জুলাই পুনর্জাগরণ’ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিবেশনার মধ্যদিয়ে মূল অনুষ্ঠানমালা শুরু হয়।
মঙ্গলবার (৫ আগস্ট) অনুষ্ঠানটি ১১টায় শুরু হওয়ার কথা থাকলেও দেরি করে দুপুর ১২টায় মূল অনুষ্ঠানমালা শুরু হয়েছে।
শুরুতে সাইমুম শিল্পীরা ওস্তাদ তোফাজ্জেল হোসেনের লেখা ‘এই দেশ আমার বাংলাদেশ, আমার ভালোবাসা’ গানটি পরিবেশন করেন।
দিনব্যাপী এই আয়োজনে পর্যায়ক্রমে মঞ্চে আসবেন দেশের বিভিন্ন খ্যাতনামা শিল্পীগোষ্ঠী, ব্যান্ড ও একক শিল্পীরা। থাকবে ধর্মীয় বিরতির পাশাপাশি ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ এবং ড্রোননির্ভর বিশেষ নাট্য উপস্থাপনা। অনুষ্ঠান চলবে রাত ৮টা পর্যন্ত।
এই আয়োজনে সব শ্রেণি-পেশার মানুষ অংশ নিতে পারবেন জানিয়ে আয়োজকরা বলছেন, ‘এটি শুধু সাংস্কৃতিক উৎসব নয়, বরং একটি প্রজন্মের চেতনাগত পুনর্জন্মের প্রতীক।’
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.