প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৪, ২০২৫, ১১:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৪, ২০২৫, ১০:৩৬ পূর্বাহ্ণ
জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যমত্য কমিশনের বৈঠক আজ

জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে জাতীয় ঐকমত্য কমিশন। সংলাপটি রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় অনুষ্ঠিত হবে।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও বৈঠকে অংশ নিতে পারেন।
সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দলকে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে অংশ নেওয়ার খবর দিয়েছে দলের প্রেস উইং।
দলগুলোর মধ্যে জুলাই সনদে ঐকমত্য থাকলেও বাস্তবায়ন প্রক্রিয়া ঠিক করতে পারছিল না কমিশন। এরইমধ্যে ড. আলী রীয়াজের নেতৃত্বাধীন কমিশন গণভোট, বিশেষ সাংবিধানিক আদেশ, অধ্যাদেশ ও নির্বাহী আদেশের মাধ্যমে সনদ বাস্তবায়নের প্রস্তাবনা দিয়েছে।
১১ সেপ্টেম্বর কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক বসেছিল এই বিষয়গুলো নিয়ে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.