অনলাইন ডেস্ক:
গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে থাকা শরিফ ওসমান হাদির সার্বিক পরিস্থিতি 'অত্যন্ত আশঙ্কাজনক' বলে জানিয়েছে তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির চিকিৎসার জন্য বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের পক্ষ থেকে শনিবার বিকেলে তার স্বাস্থ্য সংক্রান্ত সর্বশেষ অবস্থা জানানো হয়।
ঢাকার এভারকেয়ার হাসপাতালের আইসিইউ অ্যান্ড এইচডিইউ বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও কো-অর্ডিনেটর ডা. মো. জাফর ইকবালের পাঠানো বার্তায় বলা হয়, মি. হাদির চিকিৎসায় বিভিন্ন বিভাগের ১৩ জন চিকিৎসকের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
মেডিকেল বোর্ডের পক্ষে এই বার্তায় বলা হয়, শুক্রবার (১২ ডিসেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওসমান হাদির অপারেশনের পরে এভারকেয়ার হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে তাকে স্থানান্তর করা হয় অপারেশন পরবর্তী চিকিৎসার জন্য।
চিকিৎসকরা দেখতে পেয়েছেন, তার ব্রেন 'মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে'। মি. হাদির ফুসফুসে ইনজুরি আছে এবং তার ভেন্টিলেটর সাপোর্ট চালিয়ে যেতে হবে।
তার কিডনির কার্যক্ষমতা ফেরত এসেছে। শরীরে রক্ত জমাট বাধা ও রক্তক্ষরণ হওয়ার মধ্যে যে অসামঞ্জস্যতা দেখা দিয়েছিলো সেটা অনেকটাই ঠিক হয়ে আসছে।
তবে তার ব্লাড প্রেশার ও হার্ট বিট উঠানামা করছে।
বর্তমানে তার সার্বিক পরিস্থিতি 'অত্যন্ত আশঙ্কাজনক' বলেও মেডিকেল বোর্ড জানিয়েছে।
প্রসঙ্গত, শুক্রবার দুপুরে ঢাকায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি, যিনি জাতীয় সংসদের ঢাকা-৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা চালাচ্ছিলেন। এ দিন রাত থেকে তিনি বেসরকারি এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন।
এদিকে, হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় অপরাধীদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে তার সংগঠন। পুলিশ বলছে, দোষীদের গ্রেফতারে সর্বশক্তি নিয়োগ করেছে তারা।
গত বছরের অগাস্টে শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশের রাজনীতিতে বেশ আলোচিত চরিত্র হয়ে উঠেন শরীফ ওসমান হাদি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা শেষ করার পর বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছিলেন তিনি।
তথ্য সুএঃ বিবিসি বাংলা
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.