প্রিন্ট এর তারিখঃ মে ১৭, ২০২৫, ১২:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৬, ২০২৫, ২:০২ অপরাহ্ণ
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ; নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।
আজ শুক্রবার (১৬ মে) ভারতের অরুণাচলের ইউপিয়ায় অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
আগামী ১৮ মে ফাইনালে স্বাগতিক ভারত ও মালদ্বীপের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দলের মুখোমুখি হবে বাংলাদেশ।
প্রথমার্ধে গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে আসে তিনটি গোল। ম্যাচের ৭৩ মিনিটে অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের কর্নার থেকে আশিকুর রহমান হেড করে গোল করে দলকে এগিয়ে নেন। এরপর ৮০ মিনিটে ফয়সাল নিজেই স্কোরশিটে নাম লেখান মানিকের পাস থেকে।
নেপাল ম্যাচের ৮৬ মিনিটে একটি গোল করে ব্যবধান কমায়। ইনজুরি সময়ে সমতা ফেরাতে চাপ বাড়ালেও বাংলাদেশের রক্ষণভাগ দৃঢ়ভাবে তা প্রতিহত করে।
প্রথমার্ধে অবশ্য বাংলাদেশ কিছুটা নিষ্প্রভ ছিল। বল দখল ও আক্রমণে নেপাল এগিয়ে থাকলেও গোলরক্ষক মাহিনের গুরুত্বপূর্ণ সেভ এবং ভাগ্যের সহায়তায় গোলশূন্য থাকে স্কোরলাইন।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে জয় নিশ্চিত করে ফয়সালরা।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.