প্রেস বিজ্ঞপ্তি:
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট)-এ অনুষ্ঠিত হলো আন্তঃবিভাগীয় নারী ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫।
বুধবার (২১ মে, ২০২৫) অত্যন্ত আনন্দঘন এবং উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে সিএসই বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করে আইন বিভাগ। বাইউস্ট স্পোর্টস ক্লাবের আয়োজনে গত ১২ই মে এই টুর্নামেন্ট যাত্রা শুরু করে।
আট ওভারের নাইন-এ-সাইড টুর্নামেন্টে এবার মোট চারটি বিভাগ- কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ব্যবসায় প্রশাসন, ইংরেজি এবং আইন বিভাগ অংশগ্রহণ করে। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় বুধবার বিকাল ৩টায়। ফাইনাল ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে আইন বিভাগ ঝড়ো গতিতে আট ওভারে ২ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে। আইন বিভাগের ব্যাটার সাবিহা সুলতানা রিমি সর্বোচ্চ ৫২ রান করে অপরাজিত থাকে।
জবাবে ব্যাট করতে নেমে সবক’টি উইকেট হারিয়ে ৭.১ ওভারে মোট ৮৬ রান সংগ্রহ করে সিএসই বিভাগ। আইন বিভাগের ব্যাটার রিমি ফাইনাল ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ এবং টুর্নামেন্টের সর্বোচ্চ রান স্কোরার হিসাবে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন। এছাড়া সিএসই বিভাগের কানিজ সুলতানা নুপুর টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারির পুরস্কার লাভ করেন।
টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নূর হোসেন, বিএসপি, পিএসসি। তিনি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন এবং রানার্স-আপ দলের ক্রিকেটারদের মধ্যে পুরস্কার বিতরণ করেন এবং পুরস্কার বিতরণ শেষে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। তিনি টুর্নামেন্টে অংশগ্রহণকারী সকল খেলোয়াড় এবং উপস্থিত সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। একইসাথে সফলভাবে টুর্নামেন্ট আয়োজনের জন্য বাইউস্ট স্পোর্টস ক্লাবের সকল সদস্য এবং এর উপদেষ্টা পরিষদকে ধন্যবাদ জানান।
প্রতিযোগীতার ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাইউস্টের রেজিস্ট্রার লে. কর্নেল খন্দকার মাহমুদ হোসেন, এসপিপি, পিএসসি (অব.), পরীক্ষা নিয়ন্ত্রক লে. কর্নেল শাব্বির আহমেদ সিদ্দিকী (অব.), বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা-কর্মচারী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.