প্রিন্ট এর তারিখঃ জুলাই ৪, ২০২৫, ১০:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩, ২০২৫, ১:০৪ অপরাহ্ণ
ঋতুপর্ণা এখন ‘মেয়েদের মেসি’— বললেন কিরণ

ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথমবারের মতো এফসি নারী এশিয়ান কাপে জায়গা করে নিয়ে লাল-সবুজের প্রতিনিধিরা।
ঋতুপর্ণা চাকমার জোড়া শক্তিশালী স্বাগতিক মিয়ানমারকে হারিয়ে এশিয়ার অভিজাত ফুটবলের আসরে জায়গা করে নিয়েছে বাংলার মেয়েরা।
মেয়েদের এমন অর্জনকে কঠিন পরিশ্রমের ফসল বলছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।
বৃহস্পতিবার (৩ জুলাই) বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে কিরণ বলেন, ‘এই সুযোগ বারবার আসে না। আমাদের মেয়েরা দারুণ কিছু করেছে।
এবার লক্ষ্য হবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা। সেই পরিকল্পনা আমাদের আছে এবং আমরা এখন থেকেই প্রস্তুতি শুরু করবো।’
ঋতুপর্ণা চাকমাকে প্রশংসায় ভাসিয়েছেন নারী উইংয়ের চেয়ারম্যান। ঋতুপর্ণা সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির সঙ্গে তুলনা করে তিনি বলেন, ‘ঋতুপর্ণা আমাদের মেয়েদের মেসি।
ওর বল কন্ট্রোল, গতি আর ফিনিশিং সবই অসাধারণ। বল টেনে নিয়ে যাওয়ার স্টাইলে মেসির ছায়া দেখা যায়। হামজা দেওয়ান ছেলেদের দলে যেমন তারকা, মেয়েদের দলে ঠিক তেমনিই ঋতুপর্ণা।
মেয়েরা বেশ শৃঙ্খল জানিয়ে কিরণ বলেন, ‘মেয়েরা আমার কথা শোনে। ম্যাচের আগে আমি তাদের শপথ পড়াই, কথা বলি। আমি যা যা বলি, ওরা ঠিক সেগুলো মাঠে বাস্তবায়ন করে। এ থেকেই বোঝা যায়, ওদের নিবেদন ও শৃঙ্খলা কতটুকু আছে।’
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.