সাইফুল ইসলাম সুমন, জুড়ী থেকেঃ
হারিয়ে যাওয়া ফুটবলের জৌলুস ফিরিয়ে আনতে মাঠে নেমেছিলেন সোনালী সময়ের মাঠ কাঁপানো ফুটবলাররা। 'শক্ত মোদের মনোবল-বাঁচিয়ে রাখবো ফুটবল' এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আমরা সোনালী অতীত ফুটবল খেলোয়াড়বৃন্দের আয়োজনে জুড়ী উপজেলার ঐতিহ্যবাহী সোনারূপা চা-বাগান ফুটবল মাঠে শুক্রবার (১৫ আগষ্ট) বিকেলে শুভ উদ্বোধন হয় 'সোনালী অতীত ফুটবল লীগ জুড়ী-২০২৫'।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেলা পরিচালনা কমিটির সভাপতি সাবেক কৃতি ফুটবলার নাট্যজন ও কবি মোঃ শহীদ-উল ইসলাম প্রিন্স। উদ্বোধক ছিলেন বংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক কৃতি ফুটবলার হাজী মোঃ শফিক উদ্দিন।
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আলোকিত পার্টি কেন্দ্রীয় কমিটির সভাপতি মুন্সী শরীফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা ফুটবল দলের সাবেক কৃতি ফুটবলার মোঃ আমির উদ্দিন, সাবেক কৃতি ফুটবলার আব্দুর রহমান, মোঃ আব্দুর রব, আব্দুল হাকিম ইমন, সাংবাদিক সাইফুল ইসলাম সুমন সহ অনেকেই।
আয়োজকরা জানান, দিনে দিনে ফুটবল তার ঐতিহ্য হারাতে বসেছে। তাই অত্র অঞ্চলের ৪০ ঊর্ধ্ব খেলোয়ারদের নিয়ে সোনালী ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে আনতে ও নতুন প্রজন্মকে ফুটবলে উদ্বুদ্ধ করতে এবং ফুটবলকে তৃণমূলে আরও বিস্তৃত করতে তারা এই আয়োজন করেছেন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.