প্রেস রিলিজ:
দুর্নীতি দমন কমিশন দুদক কর্মকর্তাদের পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট এন্ড রুলস বিষয়ক প্রশিক্ষণ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুদক, চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন, দুর্নীতি দমন কমিশন সরকারি অর্থ ব্যয়ে অপচয় কমাতে হবে বলে আহ্বান করেন তিনি ।
সোমবার (১২.০৫.২৫) দুপুরে গজারিয়া মুন্সীগঞ্জের, ইঞ্জিনিয়ারিং ষ্টাফ কলেজ বাংলাদেশ (ইএসসিবি) মেইন ক্যাম্পাসে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। দুর্নীতি দমন কমিশনের কর্মরত তিরিশ জন কর্মকর্তাদের নিয়ে এই অনুষ্টানে আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদক এর মহাপরিচালক (প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তি), জনাব আব্দুল্লাহ আল জাহিদ, ইএসসিবি রেক্টর, প্রকৌশলী মোঃ আশরাফুল আলম এবং আইইবি ভাইস প্রেসিডেন্ট (এইচআরডি) ও সদস্য বিওজি (ইএসসিবি), প্রকৌশলী শেখ আল আমিন
অনুষ্ঠানে সরকারি ক্রয় প্রক্রিয়ায় কর্মকর্তাদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। এই প্রশিক্ষণ কর্মক্ষেত্রে কাজে লাগাতে হবে বলে বক্তব্য দেন দুদক এর মহাপরিচালক (প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তি), জনাব আব্দুল্লাহ আল জাহিদ। দেশের মানুষের প্রত্যাশা পূরণে এগিয়ে আসতে বলেন আইইবি ভাইস প্রেসিডেন্ট (এইচআরডি) ও সদস্য বিওজি (ইএসসিবি), প্রকৌশলী শেখ আল আমিন। প্রকুরমেন্টের এর গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন রেক্টর, প্রকৌশলী মোঃ আশরাফুল আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালনা করেন ইঞ্জিনিয়ারিং ষ্টাফ কলেজ বাংলাদেশ (ইএসসিবি) এর প্রকিউরমেন্ট ইউনিটের প্রধান ও ফ্যাকাল্টি ট্রেইনার ড. তাওহীদ হাসান । সারা দেশ থেকে আগত এসিসি কর্মকর্তাগণ জানিয়েছেন, ইএসসিবিতে আয়োজিত এসিসি এর এই প্রশিক্ষণ সকল কর্মকর্তাদের জন্য অত্যন্ত ফলপ্রসূ। কর্মকর্তাদের এই আইন জেনে তা বাস্তবায়ন করার কোন বিকল্প নেই।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.