প্রিন্ট এর তারিখঃ মে ২৪, ২০২৫, ৩:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২২, ২০২৫, ১১:০০ পূর্বাহ্ণ
শ্রীমঙ্গলে পানিতে ডুবে তৃতীয় শ্রেণীর ছাত্রীর মৃত্যু

সালেহ আহমদ (স'লিপক):
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৫নং কালাপুর ইউনিয়নের মাজদিহি পাহাড় এলাকার রমজান মিয়ার শিশু কন্যা, ভৈরবগঞ্জ বাজারের শাহজালাল কেজি স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী রেহানা আক্তার (৯) পানিতে ডুবে মারা গেছে।
স্থানীয় ও পুলিশের সূত্রে জানা যায়, শাহজালাল কেজি স্কুলে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে বুধবার (২১ মে) দুপুর পৌনে ১২টায় রেহানা আক্তার নিখোঁজ হয়। ধারনা করা হচ্ছে, বাঁশের সাঁকো থেকে পা পিছলে পড়ে গিয়ে পানির স্রোতে ভাসিয়ে নিলে তার মৃত্যু হয়।
স্কুল থেকে বাড়ি ফিরতে দীর্ঘ সময় অতিবাহিত হলে মেয়েটির মা তাকে খুঁজতে বের হোন। স্কুল এবং সহপাঠীদের কাছে তার কোন খোঁজ না পেয়ে তারা ছড়ার আশেপাশে সন্ধান করে তার ব্যবহৃত ব্যাগ এবং বই এর সন্ধান পেলেও মেয়েটির সন্ধান তাৎক্ষণিক পাননি। এ সময় বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ছড়াতে প্রচন্ড পানির স্রোত ছিল।
মেয়েটি নিখোঁজের ঘটনার সংবাদ শোনার পরপর শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলাম সেলিম, এসআই আব্দুর রহিম জিবান, এসআই সাইদুর রহমান সহ পুলিশের একটি টিম এবং ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ সময় তল্লাশি চালিয়ে অবশেষে বিকাল ৫টার দিকে কালাপুর আনসার ক্যাম্প সংলগ্ন শাওন ছড়ার ভাটির দিক থেকে মেয়েটির মৃতদেহ স্থানীয়রা উদ্ধার করেন।
ঘটনার সত্যতা স্বীকার করে কালাপুর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মতলিব জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। মাত্র ৯ বছর বয়সী মেয়েটি প্রাণ হাঁরিয়েছে। পানিতে পড়ে নিখোঁজের এ ঘটনা শুনার পর শ্রীমঙ্গল থানার পুলিশ এবং ফায়ার সার্ভিসের লোকজনসহ এলাকাবাসী দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর অবশেষে আনসার ক্যাম্প সংলগ্ন ছড়া থেকে মেয়েটির মৃতদেহ উদ্ধার করেছে।
অপরদিকে ঘটনাস্থলে উপস্থিত শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম সেলিম জানান, অনেক খোঁজাখুঁজির পর মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুর অভিভাবকের সাথে কথাবার্তা বলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, যেহেতু পাহাড়ি অঞ্চলে বৃষ্টির পর হঠাৎ ছড়াগুলোতে পানির স্রোত বেড়ে যায় এ অবস্থায় সবাই ছোট বাচ্চা ও বয়স্কদের প্রতি খেয়াল রাখা উচিত, যাতে এরকম ঘটনা আর না ঘটে। গত বছরেও এই মৌসুমে একই ছড়ার উজান দিকে এক বয়স্ক নারীর মৃত্যু ঘটেছিল পাহাড়ী স্রোতে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.