প্রিন্ট এর তারিখঃ মে ২৩, ২০২৫, ১১:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২২, ২০২৫, ৪:০৫ অপরাহ্ণ
নিন্দিত হয়ে বিদায় নিয়েন না’, প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে গয়েশ্বর

সিনিয়র রিপোর্টারঃ
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘আপনার চালাকি সবাই বোঝে, শুধু আপনি বোঝেন না।
নন্দিত হয়ে বিদায় নেন, নিন্দিত হয়ে বিদায় নিয়েন না। জনগণের অধিকার তাদের ফিরিয়ে দেন।’
বৃহস্পতিবার (২২ মে) বিকেলে বিএনপি খুলনা বিভাগ আয়োজিত সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন গয়েশ্বর।
খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের সভাপতিত্বে ও সহ–সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডুর সঞ্চালনায় এই উদ্বোধনী অনুষ্ঠান হয়।
গয়েশ্বর চন্দ্র রায় প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্যে করে বলেন, ‘দ্রুত জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে অবাধ নিরপক্ষ নির্বাচন দিন। পরিষ্কার করেন জুন না ডিসেম্বরে নির্বাচন। কখনও ডিসেম্বর, কখনও জুন বইলেন না।’
বিএনপির এই কেন্দ্রীয় নেতা জাতীয় নাগরিক পার্টি–এনসিপির নেতাদের উদ্দেশ্যে বলেন, ‘ছোট ভাইয়েরা, বিবেক দিয়ে অনুধাবন কর, বাস্তবতা নিয়ে ভাব। জনগণের মনের কথা জানার চেষ্টা কর। নিজেদের কারণে নিজেরা ভুল করলে তার দায় তো কোনো রাজনৈতিক দল নেবে না।’
গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, ‘শেখ হাসিনা পালিয়ে প্রমাণ করেছে শেখের বংশ পালায়, জিয়ার বংশ পালায় না।’
দলের নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে গয়েশ্বর বলেন, ‘১৭ বছর ষড়যন্ত্র একরকম ছিল, এখন অন্যরকম। প্রকাশ্য শত্রুর সাথে লড়াই করা যায়, অদৃশ্য শত্রুর সাথে লড়াইটা কঠিন।’
অনুষ্ঠানে খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সদস্যপদ নবায়ন ও নতুন পাঁচজনকে প্রাথমিক সদস্য পদ দিয়ে সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করেন গয়েশ্বর চন্দ্র রায়। এ সময় খুলনা বিভাগের ১০ জেলার নেতারাসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.