ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) :
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, খুব শীগ্রই জুলাই ঘোষণাপত্র, আওয়ামীলীগ আমলের সকল নির্বাচন অবৈধ ঘোষণা, সরকারকে বিচার কার্যক্রম, সংস্কার কার্যক্রম ও নির্বাচনী রোডম্যাপ সুস্পষ্টভাবে ঘোষণা করতে হবে।
রোববার (২৫ মে) বিকালে এনসিপি পথসভা কর্মসূচিতে চট্টগ্রামের লোহাগাড়ায় এসব কথা তুলে ধরেন।
তিনি আরও বলেন, অসাম্প্রদায়িক নাম দিয়ে ধর্মহীনতার বাংলাদেশ পরিচালনার চেষ্টা করা হয়েছে।আমরা চাই পরিবর্তিত বাংলাদেশ হবে সাম্প্রতিক সম্প্রীতির বাংলাদেশ। আর এখানে সবাই বসবাস করব।
তিনি আরও বলেন, NCP নির্বাচনের বিপক্ষে নয় কিন্তু নির্বাচনের আগে যারা গুম, খুন, নির্যাতন করেছে জুলাই – আগস্টে সেই আওয়ামীলীগের বিচার আগে হতে হবে।
পথসভায় আরো উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। এনসিপির যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু, যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ, সংগঠক আরমান হোসেন, আজিজুর রহমান রিজভী ও কেন্দ্রীয় সদস্য জোবায়ের আলম মানিক প্রমূখ।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.