প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৪, ২০২৫, ৯:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৭, ২০২৫, ১০:১৭ পূর্বাহ্ণ
শাহবাগে সহকারী শিক্ষক পদের প্রার্থীদের বিক্ষোভ, এনটিআরসিএ ভবন ঘেরাও

মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ১৮তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া সকল পরীক্ষার্থীকে সনদ প্রদানের দাবিতে রাজধানীর শাহবাগে বিক্ষোভ মিছিল করেছেন পরীক্ষার্থীরা।
সোমবার (৭ জুলাই) দুপুর সোয়া ১২টার দিকে জাতীয় জাদুঘরের সামনে থেকে এই মিছিল শুরু হয়। এরপর বিক্ষুব্ধরা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ভবনের দিকে রওনা হন এবং পরে ঘেরাও কর্মসূচি পালন করেন।
আন্দোলনকারীরা অভিযোগ করেন, মৌখিক পরীক্ষায় ইচ্ছাকৃতভাবে বিপুল সংখ্যক পরীক্ষার্থীকে ফেল করানো হয়েছে।
এক আন্দোলনকারী জসিম উদ্দিন বলেন, ‘আমরা বৈষম্যের শিকার হয়েছি। যারা লিখিত পরীক্ষায় পাস করেছে, মৌখিকেও অংশ নিয়েছে, তাদের সবার যোগ্যতা রয়েছে। অথচ ৮৩ হাজার অংশগ্রহণকারীর মধ্যে ২৩ হাজারকে অকৃতকার্য দেখানো হয়েছে। এটি অন্যায়।’
আন্দোলনকারীদের দাবি, মৌখিক পরীক্ষায় ফেল দেখানো পরীক্ষার্থীদেরও পাস করিয়ে সনদ দিতে হবে। এই দাবিতে আন্দোলন চলবে বলে জানান তারা।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.