প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৫, ২০২৫, ১১:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৪, ২০২৫, ১১:২৪ পূর্বাহ্ণ
বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্টে ৩ ম্রো নারীর মৃত্যু

বান্দরবানের চিম্বুক এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের প্রাণ গেছে।
সোমবার (১৪ জুলাই) ভোরে বান্দরবান চিম্বুক সড়কের ১৩ মাইল এলাকার রাংলাই হেডম্যান পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাংলাই হেডম্যান পাড়া এলাকার রেংথেন ম্রোর মেয়ে তুমলে (১৭), মৃত পারাও ম্রোর স্ত্রী উরকান (৭১), মৃত মেরাও ম্রোর স্ত্রী রওলেং ম্রো (৩৫)।
পাড়ার বাসিন্দারা জানান, রাতে এলাকার একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার আগুনে পুড়ে যায়। এ সময় বিভিন্ন ঘরে থাকা বিদ্যুৎ–সংযোগে স্ফুলিঙ্গ দেখা দেয়। তখন ঘরের বাতি-ফ্যানের সুইচ বন্ধ করতে গিয়ে তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হন।
বান্দরবান চিম্বুক সড়কের ১২ মাইল এলাকার বাজার কমিটির সভাপতি রাংরাও ম্রো বলেন, একটি ট্রান্সফরমার বিস্ফোরণ হলে সেখানকার তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ ম্রো নারীর মৃত্যু হয়েছে বলে শুনেছি।
এ বিষয়ে বান্দরবানের পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার গণমাধ্যমকে বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্টে ৩ জন ম্রো নারী মারা গেছেন।
এদের মধ্যে একজনকে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। অপর দুজনের মরদেহ উদ্ধার করতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.