প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২২, ২০২৫, ৬:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২১, ২০২৫, ৯:০৩ অপরাহ্ণ
লোহাগাড়ার সন্তান ড. মো: মহিউদ্দিনকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য নিয়োগ

ফাহাদ, লোহাগাড়াঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কৃতি সন্তান ড. মো. মহিউদ্দিনকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে মহামান্য রাষ্ট্রপতি জনস্বার্থে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের(PSC) সদস্য পদে নিয়োগ প্রদান করেন।
বুধবার (২০আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আবু ছালেহ মোঃ মাহফুজুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়। সংবিধানের ১৩৯ (১) অনুচ্ছেদ অনুসারে তিনি দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর বা তাঁর ৬৫ বছর বয়স পূর্ণ হওয়ার মধ্যে যা আগে ঘটে সেই সময় পর্যন্ত তিনি সরকারি কর্মকমিশনের সদস্য পদে বহাল থাকবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
তিনি গত ৪ আগস্ট সমাজকল্যাণ মন্ত্রণালয়ে সফলতার সহিত সচিবের দায়িত্ব পালন করে অবসরে যান। এর আগে তিনি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আওতাধীন মেইলিং অপারেটর এবং কুরিয়ার সার্ভিস লাইসেন্সিং কর্তৃপক্ষ (গঙঈঝখঅ) এর চেয়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন।
জানা যায়, ড. মো. মহিউদ্দিন ১৯৯৩ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডার এ যোগদান করেন। তাঁর দীর্ঘ কর্মজীবনে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট আরডিসি, এনডিসি ও ইউএনও পদে দায়িত্ব পালন করেন। তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, তথ্য ও সম্প্রচার, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিবসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বাংলাদেশ হজ মিশন, মক্কায় কনসাল (হজ) হিসেবে দায়িত্ব পালন করেন এবং বিভিন্ন সরকারি সংস্থার পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন। ড. মো. মহিউদ্দিন মাইক্রোফাইন্যান্সে পিএইচডি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞান বিভাগে বি.কম (সম্মান) এ প্রথম শ্রেণি ও এম.কম এ প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন। তিনি অস্ট্রেলিয়ার ম্যাকোয়ারি বিশ্ববিদ্যালয় ও থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে পেশাগত উন্নয়ন ও জনসেবা ব্যবস্থাপনায় প্রশিক্ষণ গ্রহণ করেন।তিনি
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নে জন্মগ্রহণকারী ড. মহিউদ্দিন, মাওলানা জালাল আহমেদ ও মোছাম্মৎ উম্মে কুলসুমের দ্বিতীয় পুত্র। তাঁর স্ত্রী সায়েরা জেসমীন। মেয়ে আবিরা আফনান বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাইং অফিসার এবং পুত্র আদিব ফারহান আদমজী ক্যান্টনমেন্ট কলেজের ছাত্র।
তিনি দক্ষিণ চট্টগ্রামের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান পদুয়া এ সি এম উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮১ সালে কৃতিত্বের সাথে এসএসসি পাস করেছিলেন।
সম্প্রতি তিনি সাংবিধানিক প্রতিষ্ঠান বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (PSC) সদস্য নিয়োগ পাওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা সংবাদ কর্মীদের প্রিয় সংগঠন "লোহাগাড়া প্রেসক্লাব" এর সভাপতি-মো: সাইফুল্লাহ চৌধুরী ও সাধারণ সম্পাদক - শাহাজাদা মিনহাজ, পদুয়া এ সি এম উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদ ও শিক্ষক এবং সুশীল সমাজ ও এলাকাবাসীরা।
তারা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন এবং আল্লাহর কাছে সফলতার সহিত দেশ ও জাতির খেদমত করার তৌফিক কামনা করেছেন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.