সাইফুল ইসলাম সুমন, জুড়ী থেকেঃ
মৌলভীবাজার জেলার জুড়ীতে মণিপুরী ভাষা দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা, শিক্ষা উপকরণ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) দুপুরে মণিপুরী ভাষা গবেষণা ও উন্নয়ন সংস্থার আয়োজনে ছোট ধামাই উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মণিপুরী ভাষা গবেষণা ও উন্নয়ন সংস্থার সভাপতি বিশিষ্ট কবি এ.কে শেরাম।
উক্ত সভায় বক্তব্য রাখেন- কমলগঞ্জ মণিপুরী কালচারাল কমপ্লেক্সের সভাপতি এল. জয়ন্ত কুমার সিংহ, ছোট ধামাই উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কুঞ্জেশ্বর সিংহ, ছোট ধামাই উচ্চ বিদ্যালয়ের সদ্য সাবেক প্রধান শিক্ষক রনজিত সিংহ, মণিপুরী ভাষা গবেষণা ও উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক শ্যামল সিংহ, সহ সাংগঠনিক সম্পাদক কে.এইচ সমেন্দ্র সিংহ, কমলগঞ্জ মণিপুরী উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক অশোক মৈতৈ, কবি অঞ্জু দেবী, ছোট ধামাই মণিপুরী সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক আশা দেবী, ছোট ধামাই উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য চন্দ্রহাস সিংহ, বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদের সহ সভাপতি এল. প্রশান্ত সিংহ।
এসময় উপস্থিত ছিলেন- মণিপুরী ভাষা গবেষণা ও উন্নয়ন সংস্থার সাংগঠনিক সম্পাদক ভাগ্য সিংহ, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক শংকর সিংহ সহ অনেকেই। সভা শেষে মণিপুরী ভাষা প্রশিক্ষণপ্রাপ্ত অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পরে ছোট ধামাই মণিপুরী শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক পর্ব।
সভায় বক্তারা বাংলাদেশের প্রেক্ষাপটে মণিপুরী ভাষার মতো সুপ্রাচীন ঐতিহ্যের একটি উন্নত ভাষাকে দ্রুত সাংবিধানিক এবং প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন এবং দ্রুততম সময়ের মধ্যে নিজস্ব লিপিতে লেখা মণিপুরী ভাষায় প্রাথমিক পর্যায়ে শিশুদের শিক্ষাদানের কার্যক্রম শুরু করার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, মণিপুরী জাতির মাতৃভাষার নাম ‘মণিপুরী ভাষা’। এই ভাষা সেই প্রাচীনকাল থেকেই মণিপুরী জাতির মূলভূমি ভারতের অন্যতম রাজ্য মণিপুর। সেখানে মণিপুরী ভাষা সরকারি ভাষার মর্যাদা পেয়েছে। এই ভাষায় সেখানে শিক্ষামাধ্যমের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত পাঠদান করা হয়। মণিপুরী ভাষা ও সাহিত্যের রয়েছে কয়েক হাজার বছরের সুপ্রাচীন ইতিহাস ও ঐতিহ্য। ভারতে মণিপুরী ভাষাভাষীদের দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ফলশ্রুতিতে ১৯৯২ সালের ২০ আগস্ট ভারত সরকার সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্তির মাধ্যমে মণিপুরী ভাষাকে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ জাতীয় ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে। তাই সারা বিশ্বের মণিপুরী ভাষাভাষী জনগোষ্ঠী এই দিনটিকে ‘মণিপুরি ভাষা দিবস’ হিসেবে পালন করে থাকেন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.