প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩১, ২০২৫, ১:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৩০, ২০২৫, ৫:২৫ পূর্বাহ্ণ
স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা বাঁধার মুখে স্বেচ্ছাসেবক দলের অন্য পক্ষ!

তিমির বনিক:
মৌলভীবাজারের রাজনগরে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা নিয়ে দুই গ্রুপের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এসময় আয়োজিত কর্মীসভাটি বেহেস্তে! বিশৃঙ্খলা তৈরি করা কোন আওয়ামী লীগ নয় নিজ দলের অন্য আরেকটি পক্ষ। এসময় তারা আয়োজিত অনুষ্ঠানের অনুষ্ঠানস্থল এম সাইফুর রহমান অডিটরিয়ামে তালা দিয়ে এর সামনে বিভিন্ন শ্লোগান দেন।
দলটির কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. মো. জাহেদুল কবির জাহিদের উপস্থিতিতে সভা করার কথা থাকলেও ওই পক্ষ অডিটরিয়ামে তালা ঝুলিয়ে দেয়।
এদিকে উত্তেজনার সৃষ্টি হলে এসব মোকাবেলা করতে শুক্রবার (২৯শে আগস্ট) সকাল থেকেই অডিটরিয়ামের আশেপাশে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ মোতায়েন রয়েছে। মৌলভীবাজার সদর সার্কেলের এএসপি আবুল খায়ের ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।
জানা যায়, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩১ সদস্য বিশিষ্টি রাজনগর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি ২০২১ সালে গঠন করা হয়। এতে সুলতান আহমদ সুনু আহ্বায়ক ও সুমন দেব সদস্য সচিব ছিলেন। গত ৯ আগস্ট মৌলভীবাজার জেলা আহ্বায়ক আহমেদ আহাদ স্বাক্ষরিত এক পত্রে রাজনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সদস্য সচিবকে অব্যাহতি দেয়া হয়।দীর্ঘদিন যাবত দলীয় কার্যক্রমে অংশগ্রহন না করে নিষ্ক্রিয় থাকায় দল ক্ষতিগ্রস্থ হচ্ছে-এ অভিযোগে দল থেকে অব্যাহতি প্রদান করা হয়।
এদিকে শুক্রবার সকালে জেলা আহ্বায়ক কমিটির নির্দেশে যুগ্ন আহ্বায়ক কাউসার আহমদসহ অন্যান্য সদস্যদের আহ্বানে কর্মীসভার ডাক দেয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. মো. জাহেদুল কবির জাহিদ। কিন্তু এই কর্মীসভাস্থল বাতিলের দাবীতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দেন সুলতান আহমদ সুনু।
কর্মীসভা শুরুর আগেই শুক্রবার সকালে অব্যাহতি পাওয়া আহ্বায়ক সুলতান আহমদের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের কিছু নেতাকর্মী অনুষ্ঠানস্থলে তালা ঝুলিয়ে দেন এবং অডিটরিয়ামের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি মোকাবেলায় রাজনগর থানার পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়। দলের দুর্দিনের নেতাকর্মী ও উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ককে দাওয়াত না দেয়ায় কর্মীসভায় বাঁধার সৃষ্টি করা হয়েছে বলে জানিয়েছেন বাঁধা দেয়া নেতাকর্মীরা।
রাজনগর স্বেচ্ছাসেবক দলের অব্যাহতিপ্রাপ্ত আহ্বায়ক সুলতান আহমদ সুনু বলেন, ‘আমি কোনো অব্যাহতিপত্র পাইনি। শুনেছি ফেসবুকে মানুষ দেখেছে। সম্পূর্ণ নিয়মবহির্ভূত ভাবে এ চিঠি লেখা হয়েছে। আমরা এমপি এম নাসের রহমানের লোক একারনে আমাদের অন্যায় ভাবে অব্যাহতি দেয়া হয়েছে। এটা আমরা মানি না।’
স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক কাউসার আহমদ তালুকতার বলেন, ‘সবাইকে নিয়ে কর্মীসভা করতে আমন্ত্রণ জানানো হয়েছে। আজকে যারা বাঁধা দিচ্ছেন তাদেরকে নিয়ে আলোচনা করেই আজকের তারিখ ঘোষণা করা হয়েছে। কিন্তু হঠাৎ করে তারা আজকে এসে বাঁধা দিচ্ছেন। আমরা সংঘাত চাই না। আহ্বায়ককে জেলা থেকে অব্যাহতি দেয়া হলেও কর্মীসভা আয়োজনের আগে প্রস্তুতি সভায় আসতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়েছে। তবে তিনি ফোন রিসিভ করেন নি।’
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোবারক হোসেন খাঁন বলেন, ‘এক পক্ষের ডাকা কর্মীসভায় অন্য পক্ষ বাঁধা দিয়েছিল। পরে উভয়পক্ষ কথা বলেছে। তারা গোবিন্দবাটিতে কর্মীসভা করবে বলে চলে গেছে। তেমন কিছু হয়নি। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। তেমন কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.