প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৩, ২০২৫, ৩:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৩১, ২০২৫, ১:৪২ অপরাহ্ণ
হাজীপুরে গত ৭ দিনে ৭টি গরু চুরি

তিমির বনিক:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় হাজীপুর ইউনিয়নে আবারও গরু চুরির ঘটনা ঘটেছে। শনিবার (৩০শে আগস্ট) রাতে ইউনিয়নের রজনপুর গ্রামে একযোগে ৩টি গরু চুরি হয়েছে। গত চুরির ঘটনার মাত্র পাঁচ দিন আগে একই ইউনিয়নের পাবই গ্রাম থেকে ৪টি গরু চুরি হয়েছিল। এতে করে গত ৭ দিনে মোট ৭টি গরু চুরির ঘটনা ঘটলো।
রজনপুর গ্রামের ক্ষতিগ্রস্ত গরুর মালিক আব্দুল মছব্বির জানান, গভীর রাতে তার গোয়ালঘর থেকে চোরেরা একটি দুধেল গাভী এবং দুইটি ডেকা গরু নিয়ে গেছে। তিনি ধারণা করছেন, চুরি যাওয়া গরুগুলোর আনুমানিক বাজার মূল্য তিন লাখ টাকা।
এক সপ্তাহের মধ্যে পরপর গরু চুরির ঘটনায় পুরো হাজীপুর ইউনিয়নজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে হাজীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর আহমেদ চৌধুরী বুলবুল জানান, তিনি আইনশৃঙ্খলা কমিটির মিটিংয়ে বিষয়টি উত্থাপন করেছেন এবং ক্ষতিগ্রস্তদের থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দিয়েছেন।
এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওমর ফারুক বলেন, তিনি বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখেছেন এবং রোববার বিকেলে ওই এলাকা পরিদর্শনে যান। তিনি আরও জানান, শনিবার রাত্রীকালীন সময়ে তিনি নিজেই ওই এলাকায় টহলে ছিলেন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.