প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০২৫, ৫:১২ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৫, ২০২৫, ১২:৪৬ অপরাহ্ণ
নিখোঁজের ৩ দিন পর নদীতে মিলল জমিয়ত নেতার লাশ

মোঃ ওবায়দুল হক মিলন,সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
নিখোঁজের ৩ দিন পর নদী থেকে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতা মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী (৫২)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ০৮টায় সুনামগঞ্জের দিরাই উপজেলার সুরমা নদী থেকে মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন তার ফুপাতো ভাই জুনেদ আহমদ।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক শুক্রবার সকাল বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। এখন এটি ময়না তদন্তের জন্যে হাসপাতালে পাঠানো হয়েছে।
গাজীনগরী জমিয়তে ইসলামের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি ছিলেন। মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বড়মোহা দারুল উলুম ইসলামিয়া আরবিয়া মাদরারসার প্রিন্সিপাল ও পাথারিয়া ইউনিয়নের গাজীনগর গ্রামের আব্দুল মন্নানের ছেলে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) তিনি নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্যদের সঙ্গে কোনোরকম যোগাযোগ বা তার ব্যক্তিগত মোবাইল ফোনে বার বার কল করলেও ফোন বন্ধ পাওয়া যায়।এ বিষয়ে বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে শান্তিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার স্ত্রী রুবি বেগম। তার সন্ধান দাবিতে বৃহস্পতিবার শান্তিগঞ্জে বিক্ষোভও করা হয়।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.